সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের আগে দুরন্ত ছন্দে পাকিস্তান। অন্যদিকে তাদের টি-টোয়েন্টি দলে ‘বাতিল’ বাবর আজমের পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না। আফগানিস্তানের পর সংযুক্ত আরব আমিরশাহিকেও অনায়াসে হারাল সলমন আলি আঘার পাক বাহিনী। আর সেখানে ৪৭ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটারের বলে আউট হয়ে যাচ্ছেন বাবর।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে হারিয়েছে তারা। এবার আমিরশাহিকে ৩১ রানে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে তারা ২০৭ রান তোলে। ৩৮ বলে ৬৯ রান করেন সাইম আয়ুব। ২৬ বলে ৫৬ রান করেন হাসান নওয়াজ। জবাবে ১৭৬ রানে থেমে যায় সংযুক্ত আরব আমিরশাহির ইনিংস। ৩ উইকেট তোলেন হাসান আলি। সব মিলিয়ে দুই ম্যাচেই দাপট বজায় রাখল পাকিস্তান।
এশিয়া কাপের পাক দলে নেই বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। টি-টোয়েন্টিতে দু’জনের ফর্ম ও স্ট্রাইক রেট নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে। দল থেকে বাদই পড়েছেন বলা যায়। রিজওয়ান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত। সেখানে বাবর পাকিস্তানে প্রদর্শনী ম্যাচ খেলছেন। পিএসএলের দল পেশওয়ার জলমির সঙ্গে ম্যাচ ছিল অল স্টার লেজেন্ডস ১১-র। যে দলে ইউনিস খান, শোয়েব আখতার, সৈয়দ আজমলের মতো প্রাক্তন তারকারা ছিলেন। আখতারের বলে কয়েকটি চার মারেন বাবর।
দ্রুত ২২ বলে ৪১ রান করে ফেলেন বাবর। কিন্তু তারপর যা হল, তা দেখে অবাক অনেকেই। ৪৭ বছর বয়সি আজমলের বল বাবরের উইকেট ছিটকে দেয়। প্রাক্তন স্পিনারের ঘূর্ণি বুঝতেই পারেননি তারকা ব্যাটার। যা নিয়ে সোশাল মিডিয়ায় কটাক্ষও করা হচ্ছে তাঁকে। পরে অবশ্য বলও করেন বাবর। সেখানে ইউনিস খানকে আউট করেন তিনি।
Babar Azam exhibition match me bhi clean bowled ho gyaa
— Ankur (@cricwithpant2)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.