Advertisement
Advertisement
Pakistan Cricket Team

ফের বাদ বাবর-রিজওয়ান-শাহিনরা, পাকিস্তানের টি-২০ পরিকল্পনাতেই নেই ত্রিমূর্তি?

চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাম্প্রতিক ফর্মের উপর বিচার করেই তাঁদের বাদ দেওয়া হয়েছে।

Babar-Rizwan-Shahin left out again, is the trio missing from Pakistan's T20 plans?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 11, 2025 6:03 pm
  • Updated:June 11, 2025 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেলেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। বাবর-রিজওয়ান তো বটেই, পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদিও। আসন্ন বাংলাদেশ এবং ক্যারিবিয়ান সফরের জন্য এই তিন সিনিয়র ক্রিকেটারকে বাদ রেখেই টি-টোয়েন্টি দল ঘোষণা করেছেন পাকিস্তানের নির্বাচকরা।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সলমন আঘার সঙ্গে আলোচনা করেই এই ক্রিকেটারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সাম্প্রতিক ফর্মের উপর বিচার করেই সিনিয়র ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে।

রিজওয়ানের অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান। দলে ছিলেন বাবরও। এরপর দুই ক্রিকেটারই বাদ পড়েন নিউজিল্যান্ড এবং বাংলাদেশ সিরিজ থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি বাবর এবং রিজওয়ানকে নিয়ে আর ভাবতে চায় না। যদিও হেসন এবং সলমন দু’জনেই জানিয়েছেন, দুই ওপেনারের জন্য চিরতরে বন্ধ হয়ে যায়নি। তবে, টি-টোয়েন্টি ক্রিকেটে ওদের সাম্প্রতিক স্ট্রাইক রেট এবং ব্যাটিং ফর্ম দলে প্রভাব ফেলছে।”

পাকিস্তানের বর্তমান নির্বাচক কমিটিতে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ এবং সিকান্দর ভক্ত। আসন্ন দু’টি সিরিজে এই সিনিয়র ক্রিকেটারদের চাননি তাঁরা। ২০, ২২, ২৪ জুলাই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। সূত্রের খবর, বাবর এবং রিজওয়ানকে বাংলাদেশ সিরিজে চেয়েছিলেন হেসন। তবে, দুই তারকাকে দলে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন আকিব জাভেদ। তিনি তরুণদের দলে নেওয়ার ব্যাপারে সওয়াল করেন।

অন্যদিকে, নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন শাহিন আফ্রিদি। কিন্তু নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি। চার ম্যাচে নিয়েছিলেন মাত্র দু’টি উইকেট। এমনকী শেষ ম্যাচে তিনি বাদ পড়েছিলেন। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। এটাই তাঁর বিপক্ষে গিয়েছে। জানা গিয়েছে, আফ্রিদিকে দলে চাননি অধিনায়ক সলমন আঘা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লাহোরে প্রস্তুতি চলাকালীন বাবর, রিজওয়ান এবং শাহিনের সঙ্গে দেখা করেন হেসন। আসন্ন সিরিজে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, পরের টি-২০ বিশ্বকাপের আগে আফগানিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement