Advertisement
Advertisement
Pakistan Cricket

বাংলাদেশের কাছেও টি-২০ সিরিজে লজ্জার হার পাকিস্তানের, ‘এটাও বাবরের দোষ?’, খোঁচা নেটিজেনদের

প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ।

Bangladesh Create History As Pakistan Cricket Sink to New T20I Low
Published by: Arpan Das
  • Posted:July 23, 2025 10:39 am
  • Updated:July 23, 2025 10:39 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় কাটার কোনও নামই নিচ্ছে না পাকিস্তানের। এবার বাংলাদেশের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হারলেন সলমন আলি আঘারা। এই প্রথমবার পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারাল বাংলাদেশ। আর তারপরই পাক ক্রিকেটকে নিয়ে মিমের ফোয়ারা নেটদুনিয়ায়। যার কেন্দ্রে আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্রাত্য বাবর আজম।

Advertisement

আসলে বাবর, মহম্মদ রিজওয়ান বা শাহিন শাহ আফ্রিদিদের বাদ দিয়ে টি-টোয়েন্টি দল গড়ছে পাকিস্তান। একের পর এক সিরিজে তিন তারকাকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু তাতেই বা লাভ হচ্ছে কোথায়? পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সলমন আলি আঘা ২৩ বলে করলেন ৯ রান। স্ট্রাইক রেট ৩৯.১৩। যে স্ট্রাইক রেট নিয়ে বাবর আজমকে কটাক্ষ করা হত, সেটাই এখন পালটা শুনতে হচ্ছে পাক অধিনায়ককে।

মীরপুরে প্রথমে ব্যাট করে বাংলাদেশও বড় রান তুলতে পারেনি। জাকের আলির ৫৫ ও মেহেদি হাসানের ৩৩-র দৌলতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা দল। কিন্তু অষ্টম স্থানে থাকা পাকিস্তানই বা কম কীসের? তারা অলআউট হয়ে যায় ১২৫ রানে। প্রথম ৬ ব্যাটারের স্কোর যথাক্রমে ৮, ১, ০, ৯, ০, ০। ফাহিম আশরাফ ৫১ রান না করলে লজ্জা আরও বাড়ত। তাতেও ৮ রানে হারে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটিতেই হেরে গেল তারা। আরও একটি লজ্জার রেকর্ড করেছে তারা। ২০২৪ থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে পাকিস্তান (৩৮)। যা কি না জিম্বাবোয়ের (৩১) থেকেও বেশি।

আর তার সঙ্গে রয়েছে মিমের ঝড়। কেউ লিখছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে সুখী ক্রিকেটার বাবর আজম’। অনেকে আবার বলছেন, ‘এই সিরিজ হারের দোষও বাবর আজমের উপর চাপিয়ে দাও’। আবার নেটিজেনদের কেউ বলছে, ‘পাকিস্তানের কাছে এ আর নতুন কী?’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ