সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার নজির বাংলাদেশের। আবু ধাবিতে সিরিজ আগেই হেরে গিয়েছিল। তৃতীয় ওয়ানডেতে ২০০ রানে হারল ‘টাইগাররা’। এই প্রথমবার আফগানদের কাছে চুনকাম হলেন মেহেদি হাসান মিরাজরা। তাছাড়া এর আগে ওয়ানডেতে এত বড়ো ব্যবধানে কখনও হারেনি বাংলাদেশ। যার পর অধিনায়ক মেহেদির বক্তব্য, ‘হারছি কিন্তু শিখছি না’।
প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে জয় আসে ৮১ রানে। তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান করে। ইব্রাহিম জাদিরান ৯৫ রান করেন। শেষের দিকে ৩৭ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন বর্ষীয়ান অলরাউন্ডার মহম্মদ নবি। জবাবে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একমাত্র ওপেনার সাইফ হাসানের ৪৩ ছাড়া কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। খোদ অধিনায়ক মেহেদি ৬ রান করেন। ৩৩ রানে ৫ উইকেট নেন বিলাল সামি। শেষ পর্যন্ত ২৭.১ ওভারে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। চুনকামের পাশাপাশি ২০০ রানে হারের বিরাট লজ্জাও রইল তাদের জন্য।
ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদি ভুল স্বীকার করে নিলেন। ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, “আমাদের ৫০ ওভার ব্যাট করার লক্ষ্য নিতে হবে। শেষ দুই ম্যাচে আমরা সেটা করতে পারিনি। মেনে নিতেই হবে ব্যাটিংয়ের দিক থেকে আমরা খুব খারাপ খেলেছি। সব ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। অধিনায়ক হিসেবে আমি চাই ব্যাটাররা মানসিক ভাবে শক্ত হোন। একরাতে কিছুই পরিবর্তন হয় না ঠিকই। আমরা হারছি, কিন্তু সেখান থেকে কিছুই শিখছি না। যতটা উন্নতি করা প্রয়োজন ততটা করছি না। ফলাফল যেরকম দেখাচ্ছে, আমরা দল হিসেবে ততটাও খারাপ নই। কিন্তু আমাদের ভুল সংশোধন করে উন্নতি করতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.