সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) বল এখনও গড়ায়নি। তার আগেই বড় ধাক্কা বাংলাদেশ শিবিরে। ভাইরাল জ্বর ছিটকে দিল লিটন দাসকে (Litton Das)। সময়ের মধ্যে সেরে উঠতে পারেননি বাংলাদেশের এই তারকা। সেই কারণেই এই মারকুটে ব্যাটসম্যানের আর এশিয়া কাপে নামা হচ্ছে না। জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন জানিয়ে দেন, শ্রীলঙ্কায় যাচ্ছেন না লিটন।
উল্লেখ্য, পাল্লেকেলেতে ৩১ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ এশিয়া কাপে। লিটনের পরিবর্ত হিসেবে ন্যাশনাল সিলেকশন প্যানেল আনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে। ৩০ আগস্ট অর্থাৎ বুধবার বেলার দিকে দলের সঙ্গে বিজয় যোগ দেবেন।
বাংলাদেশের হয়ে ৪৪টি ওয়ানডে খেলেছেন বিজয়। রান করেছেন ১২৫৪। তার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি। গত বছরের ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শেষবার খেলেছিলেন বিজয়। মিনহাজুল আবেদিন বলেন, ”ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ছিল বিজয়। বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে ওকে মনিটর করা হচ্ছিল। বিজয় সর্বদা আমাদের বিবেচনায় ছিল।” লিটনের অনুপস্থিতিতে একজন টপ অর্ডার ব্যাটারের প্রয়োজন পড়ে দলের, যে ব্যাটার আবার উইকেট কিপিংও করতে পারেন। সেই কারণে লিটনের পরিবর্ত হিসেবে বিজয়কে নেওয়া হয়েছে দলে।
এর আগে নেতৃত্ব নিয়ে সমস্যায় পড়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল আচম্বিতেই অবসর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে বরফ গলে। হাসিনার অনুরোধেই সিদ্ধান্ত বদলান তামিম। এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য শাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হয়। এশিয়া কাপে নামার আগেই সমস্যায় বাংলাদেশ। ভাইরাল জ্বরে কাবু হওয়ায় এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন লিটন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.