সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে আটকে পড়েছিলেন। কোনওমতে সেখান থেকে ফিরেছিলেন নিজের দেশে। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সম্ভবত পাকিস্তানে খেলতে যেতে চান না বাংলাদেশের ক্রিকেটার। সূত্রের খবর, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে পাকিস্তানে খেলতে যেতে পারে বাংলাদেশ। কিন্তু সেই দলে থাকতে চান না টাইগার পেসার নাহিদ রানা।
অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে উঠেছিল। আক্রান্ত হয়েছিল খেলার দুনিয়াও। এই আবহে পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকে পড়েছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। তারপরে অবশ্য বাংলাদেশে ফিরে আসেন দুই বাংলাদেশি ক্রিকেটার। তাঁদের দেশে ফেরাতে দুবাই পর্যন্ত একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিল বিসিবি। এরপর সংযোগকারী বিমানে বাংলাদেশ ফিরেছেন তাঁরা।
দেশে ফেরার পথে রিশাদ জানিয়েছিলেন, “দুবাই পৌঁছনোর পর শুনলাম, টেকঅফের ২০ মিনিট পর মিসাইল আঘাত হেনেছে এয়ারপোর্টে। এমন খবর শোনার পর একটু খারাপ লেগেছে। ভয়ও পেয়েছিলাম। দুবাই পৌঁছনোর পর স্বস্তি বোধ করছি। তবে, যুদ্ধের এই আবহে আমার পরিবার খুবই উদ্বেগে ছিল। যদিও আমি তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। পরিস্থিতি ভয়াবহ তো ছিলই।” বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে বিদেশি ক্রিকেটারদের কয়েকজন কান্নায় ভেঙে পড়েছিলেন বলেও জানান রিশাদ।
পাকিস্তান থেকে ফিরে নাহিদের সেরকম কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারকা পেসার। তাই আসন্ন পাক সফরে যেতে চান না তিনি। বিসিবির অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘নাহিদ আর রিশাদ যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাতে আতঙ্কিত হওয়া দোষের নয়। তাই হয়তো রানা সরে দাঁড়াতে চেয়েছে। এছাড়াও আমাদের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং ট্রেনার নাথান কেলিও পাকিস্তান যাচ্ছেন না।’ শোনা যাচ্ছে বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে যেতে চাননি। তবে পরে রাজি করানো হয়েছে তাঁদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.