Advertisement
Advertisement
India vs Bangladesh

লিটনহীন বাংলাদেশের বিরুদ্ধে টস হারলেন সূর্য, বদল এল ভারতের একাদশে?

'বিশ্বসেরাদের মুখোমুখি', ভারতের প্রতি সম্ভ্রম বাংলাদেশ অধিনায়কের।

Bangladesh won the toss and elected to bowl first, while Team India will bat first.

ছবি এক্স

Published by: Prasenjit Dutta
  • Posted:September 24, 2025 7:42 pm
  • Updated:September 24, 2025 8:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ কার্যত সেমিফাইনাল। সুপার ফোরের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচে চোট পাওয়ায় ছিটকে গিয়েছেন লিটন দাস। তাঁর জায়গায় বাংলাদেশের নেতৃত্বে জাকের আলি।

Advertisement

টসে জিতে জাকের আলি বাংলাদেশ দলে সব মিলিয়ে চারটে পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, “অনুশীলনের সময় লিটন চোট পেয়েছিল। দুর্ভাগ্যবশত এই গুরুত্বপূর্ণ ম্যাচে ও খেলছে না। আমরা দল হিসেবে সত্যিই ভালো খেলছি। সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যাটিংয়ের জন্য এই পিচ বেশ ভালো মনে হচ্ছে। দলে চারটি বদল এসেছে।”

লিটন ছাড়াও বাংলাদেশ দলে নেই অলরাউন্ডার মেহেদি হাসান, পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও। সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার পারভেজ হোসেন ইমন, পেসার মহম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, রিস্ট স্পিনার রিশাদ হোসেন। 

অন্যদিকে, টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে বেশ ঝলমলে দেখায়। তিনি বলেন, “আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। গত চার-পাঁচটা ম্যাচে সেটাই দেখা গিয়েছে। টসে জিতলে ব্যাটিংই করতাম। পিচ দেখে ভালোই মনে হচ্ছে। তাই আমরা ব্যাটিংই করতে চেয়েছিলাম।” টি-টোয়েন্টি এমনই একটা ফরম‌্যাট, যেখানে যে কোনও দিন যা কিছু ঘটতে পারে। এক-আধ ওভার ম‌্যাচের রং বদলে দিয়ে যেতে পারে। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। ভারত চাইছে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলতে। টসের সময় ভারত অধিনায়কের কথাতেও সেই কথারই অনুরণন শোনা গেল। 

বাংলাদেশের প্রথম একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি, মহম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ