Advertisement
Advertisement
Asia Cup

ট্রফি নিয়ে পগার পার নকভি! কীভাবে হকের এশিয়া কাপ ফেরত পাবে টিম ইন্ডিয়া?

পাকিস্তানি নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হননি সূর্যকুমাররা।

BCB president Aminul Islam opens up how India can get Asia Cup Trophy
Published by: Arpan Das
  • Posted:September 29, 2025 4:19 pm
  • Updated:September 30, 2025 9:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্ড যেন গ্রামের বাইরে না যায়! ‘ধন্যি মেয়ে’ সিনেমার সংলাপটা নিশ্চয়ই মনে আছে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি যে সেটা বাস্তবে পরিণত করবেন কে জানত! এশিয়া কাপের পর ট্রফি নিয়ে পগার পার নকভি। ট্রফি নেননি সূর্যকুমাররা। ও, তিনি আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও প্রধান। এবার সেই ট্রফি কীভাবে পাবে ভারত?

Advertisement

এই বিষয়ে কিছুটা আলোকপাত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ সংবাদমাধ্যমের মতে তিনি জানিয়েছেন যে, কীভাবে ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা চলছে। আমিনুল বলেছেন, “বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে। সেখানে আমি উপস্থিত থাকব। যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব।”

ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। এদিকে নকভি পুরস্কার বিতরণী মঞ্চ ‘আলো’ করে দাঁড়িয়ে। তিনি যে ট্রফি দেওয়ার জন্য আটঘাট বেঁধেই এসেছেন, বুঝতে অসুবিধা হয়নি ভারতের। তাই আর ট্রফিই নিতে যাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি না পেয়ে সূর্যকুমাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করলেন সেভাবে, যেমনটা রোহিত শর্মা করেছিলেন ২০২৪ টি-২০ বিশ্বকাপ জিতে। যদিও হাতে ট্রফি ছিল না।

ট্রফি এবং ভারতীয়দের মেডেল নিয়ে ততক্ষণে নকভি ফিরে গিয়েছেন নিজের হোটেলরুমে। বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলছেন, “আমারা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ