Advertisement
Advertisement
BCCI

‘কাপুরুষোচিত আক্রমণ’, পাক এয়ারস্ট্রাইকে আফগান ক্রিকেটারেরদের মৃত্যুতে ক্ষোভপ্রকাশ আইসিসি-বিসিসিআইয়ের

নিরীহ ক্রিকেটারদের উপর ওই বর্বরোচিত আক্রমণের নিন্দায় সরব গোটা ক্রিকেট বিশ্ব।

BCCI and ICC condemn airstrike that killed three young Afghan cricketers
Published by: Subhajit Mandal
  • Posted:October 18, 2025 9:13 pm
  • Updated:October 18, 2025 9:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক এয়ারস্ট্রাইকে মৃত্যু ঘটেছে আফগানিস্তানের তিন ক্রিকেটারের। নিরীহ ক্রিকেটারদের উপর ওই বর্বরোচিত আক্রমণের নিন্দায় সরব গোটা ক্রিকেট বিশ্ব। এবার একযোগে ওই ঘোটনার নিন্দা করল আইসিসি ও বিসিসিআই। পাকিস্তানের আচরণে ক্ষুব্ধ ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা।

Advertisement

কবির, সিবঘাতুল্লা ও হারুন। শুক্রবার রাতে পাকতিকা প্রদেশে পাক সেনার এয়ার স্ট্রাইকে প্রাণ হারিয়েছেন এই তরুণ উদীয়মান ক্রিকেটার। জানা যাচ্ছে, এঁদের মধ্যে কবির জাতীয় দলে আসার দৌড়ে ছিলেন। বাকিরাও আফগান ক্রিকেট মহলে যথেষ্ট পরিচিত নাম। তাঁরা একটি প্রীতি ম্যাচ খেলে পাকতিকা প্রদেশের উর্গুন থেকে শারানা অঞ্চলে ফিরছিলেন। সেই সময় পাক বিমান হানায় তিনজনের মৃত্যু হয়। আফগান ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানের এই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলা হয়েছে। পাকিস্তানের এই ‘ঘৃণ্য’ আক্রমণের প্রতিবাদে ফুঁসে উঠেছেন আফগান ক্রিকেটাররাও। এবার তাঁদের সুরে সুর মিলিয়ে বিসিসিআই এবং আইসিসিও ওই আক্রমণকে ‘কাপুরুষোচিত’ বলল।

বিসিসিআইয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হল, “আফগান ক্রিকেটারদের মৃত্যুতে বিসিসিআই গভীর শোকপ্রকাশ করছে। ‘কাপুরুষোচিত’ এয়ার স্ট্রাইকে তাঁদের মৃত্যু হয়েছে। আফগান ক্রিকেট বোর্ডের প্রতি আমরা সহমর্মি। গোটা ক্রিকেট মহল, মৃতদের পরিবারের পাশে বিসিসিআই আছে। এই হামলা ভীষণ বেদনাদায়ক এবং উদ্বেগের।” আইসিসির তরফে যে বিবৃতি দেওয়ার হয়েছে, সেটার ভাষাও অনেকটা একই রকম। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা বলছে, “আফগানিস্তানের তিন উদীয়মান ক্রিকেটারের মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যাথিত এবং চমকৃত। আইসিসি এই হিংসার প্রবল বিরোধিতা করছে। আমরা আফগান ক্রিকেট বোর্ডেরও পাশে আছি।”

উল্লেখ্য, আফগান ক্রিকেটারদের মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে পাকিস্তানের শাস্তির দাবি উঠছে। ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, এরপর ক্রিকেট থেকে পুরোপুরি নির্বাসিত হওয়ার উচিত পাকিস্তানের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ