সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে নতুন স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নিয়োগ করল টিম ইন্ডিয়া। আদ্রিয়ান লে রক্সকে ইংল্যান্ড সফরে দেখা যেতে চলেছে। বলা চলে, ভারতীয় দলে কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর। ২২ বছর আগেও তিনি টিম ইন্ডিয়ার কোচিং টিমে ছিলেন। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোচ ছিলেন জন রাইট। এরফলে সৌরভ-রাইট জমানার স্মৃতি ফিরল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকান এই কোচকে দলে নেওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন গৌতম গম্ভীর। আর তাতে সায় দিয়েছে ভারতীয় বোর্ড।
২০০২-০৩ সালে অভিষেক হওয়া আদ্রিয়ান ভারতীয় দলের ফিটনেস বৃদ্ধি করার দিকে নজর দিয়েছিলেন। তিনি একাধারে ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞও। সম্প্রতি ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের পদ থেকে সোহম দেশাইকে ছেঁটে ফেলে বিসিসিআই। তাঁর জায়গায় দেখা যেতে চলেছে দক্ষিণ আফ্রিকান এই কোচকে। এর আগে তাঁকে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়েও কাজ করতে দেখা গিয়েছে। সেখানে ছ’বছর কাটানোর পর লে রক্সের নজর এখন ভারতীয় দলে। ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর পাঞ্জাব কিংসের তরফেও এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
From !
Wishing the very best to Adrian Le Roux as he joins as the new Strength & Conditioning Coach!
— Punjab Kings (@PunjabKingsIPL)
নয়া দায়িত্ব নিয়ে খুশি আদ্রিয়ান। তিনি বলেন, “পাঞ্জাব কিংসের সঙ্গে ছ’বছরের সম্পর্কের সমাপ্তি ঘটল। এই আইপিএলে আমরা ফাইনালে উঠলেও সামান্যের জন্য জিততে পারিনি। এর জন্য মন ভারাক্রান্ত। তবে এই ছ’বছরে অসাধারণ একটা সময় কাটিয়েছি। ভারতীয় দলে কাজ করব ভেবে ভালো লাগছে। পাঞ্জাব কিংস এখন সঠিক মানুষের হাতে রয়েছে। আবার দেখা হবে।”
আদ্রিয়ানের কোচিং কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল। ভারতীয় দলে তাঁর অভিষেক ঘটলেও ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত তিনি প্রোটিয়া দলে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছিলেন। পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার আগে তিনি ১১ বছর কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ছিলেন। তিনি থাকাকালীন কেকেআর দু’বার আইপিএল শিরোপা জেতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.