Advertisement
Advertisement

Breaking News

Nepal Cricket Team

ফের নেপালের পাশে BCCI, টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি বেঙ্গালুরুতে সারবে দল

কবে থেকে শুরু এই প্রশিক্ষণ শিবির?

BCCI backs Nepal Cricket Team again, team to prepare for T20 World Cup qualifiers in Bengaluru

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:July 21, 2025 5:17 pm
  • Updated:July 21, 2025 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে বাছাই পর্বের প্রস্তুতি ভালোভাবে নেওয়াই লক্ষ্য নেপালের। আর ভারত সরকার ফের একবার পড়শি দেশের সাহায্যে এগিয়ে এল। জানা গিয়েছে, তারা ট্রেনিং নেবে বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে।

Advertisement

২০ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে এই প্রশিক্ষণ শিবির। দুই দেশের তরুণদের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ভারত সরকারের সহযোগিতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অতীতেও নেপালের পুরুষ দল ভারতে অনুশীলন করেছিল। গত বছরের আগস্টে এই বেঙ্গালুরুতেই প্র্যাকটিস করেছিল তারা। বরোদা এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক সিরিজও খেলেছিল তারা। 

ভারত সরকারের এক ঊর্ধ্বতন কর্তা পিটিআইকে বলেন, “ক্রিকেট দুই দেশের মধ্যে শতাব্দীপ্রাচীন সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে। দুই দেশেরই ক্রিকেটের প্রতি গভীর আবেগ রয়েছে। যা তরুণদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করবে।” উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শংকর নেপালের পুরুষ দল এবং তাদের ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় নেপালের ক্রিকেটের উন্নয়নে ভারত সব সময় পাশে থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

এরপর মার্চে নেপালের অনূর্ধ্ব-১৯ দল, দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)-এর মধ্যে একটি প্র্যাকটিস টুর্নামেন্ট আয়োজন করে ভারত। কয়েক মাস পরে নেপালের মহিলা দল থাইল্যান্ডে এশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য দিল্লিতে একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করে, যেখানে তারা ফাইনালে পৌঁছায়। উল্লেখ্য, কেবল নেপাল নয়, বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের উত্থানের পিছনেও রয়েছে ভারত। রশিদ খানরা গ্রেটার নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্স, ধরমশালা-সহ ভারতের আরও কয়েকটি স্টেডিয়ামকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি বেঙ্গালুরুতে সারবে নেপাল ক্রিকেট দল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement