সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৪ বছরের টেস্ট কেরিয়ারকে বিদায় বিরাট কোহলির (Virat Kohli Retirement)। অফ ফর্ম কাটিয়ে দুরন্ত ছন্দে ফিরেও লাল বলের ক্রিকেটকে আলবিদা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। মন ভাঙল কোটি-কোটি ক্রিকেটপ্রেমীর। সঙ্গে তাঁদের প্রশ্ন, বিসিবিআইয়ের সঙ্গে দূরত্বের জেরেই কি আচমকা এহেন সিদ্ধান্ত? এমন প্রশ্নকে নেহাত ফুৎকারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ নানা দোনামনায় আসন্ন ইংল্যান্ড টেস্ট দল এখনও চূড়ান্ত করেনি বোর্ড। সেখানে কোহলিকে চাইলেও তাঁর উত্তরসূরির খোঁজ একইসঙ্গে শুরু করে দিয়েছেন কর্তারা। সেই ফ্যাক্টরও হয়তো খানিকটা কাজ করেছে কোহলির এমন সিদ্ধান্তে। এবার তাঁর অবসর ঘোষণার পর মুখ খুলল বিসিসিআই।
না, অবশ্যই কোনও কারণ দর্শাতে নয়, বরং কোহলির কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিসিবিআই। বোর্ডের তরফে লেখা হয়, ‘ধন্যবাদ কোহলি। টেস্ট ক্রিকেটে একটা অধ্যায় শেষ হল। কিন্তু এই পরম্পরা আজীবন চলতে থাকবে। কোহলি ভারতীয় দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক। দলে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।’
, !
An era ends in Test cricket but the legacy will continue FOREVER! , the former Team India Captain retires from Test cricket.
His contributions to will forever be cherished!
— BCCI (@BCCI)
কোহলির কেরিয়ারকে স্যালুট জানিয়েছে আইসিসিও। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘সাদা জার্সি খুলে রাখলেন। কিন্তু মুকুটটা মাথাতেই রইল। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও সবার থেকে আলাদা হয়ে থাকবেন কোহলি।’
Whites off, crown intact 👑
Virat Kohli bids goodbye to Test cricket, leaving behind an unmatched legacy 👏
✍️:
— ICC (@ICC)
সোমবার সকালে ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন বিরাট। লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ১৪ বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফর্ম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফর্ম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের পাথেয়।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.