Advertisement
Advertisement

Breaking News

BCCI

শূন্য রানে আউট ভাই, স্কোরকার্ডে ব্যর্থতার বোঝা উঠল দাদার ঘাড়ে! নাম বিভ্রাট BCCI ওয়েবসাইটে

নাম বিভ্রাটের শিকার হলেন ভারতীয় ক্রিকেটমহলের দুই অতি পরিচিত মুখ।

BCCI confused Sarfaraz Khan-Musheer Khan in Ranji scorecard

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 15, 2025 6:22 pm
  • Updated:October 15, 2025 6:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম বিভ্রাটে বিদ্ধ রনজি ট্রফি! ভাইয়ের বদলে দাদার নাম জ্বলজ্বল করল রনজি ট্রফির ম্যাচে। কোনও ছোটখাট ওয়েবসাইট নয়, খাস বিসিসিআইয়ের ওয়েবসাইটেই এমন বড়সড় ভুল দেখা গেল। ম্যাচ শুরু হওয়ার পর বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও বিসিসিআইয়ের ওয়েবসাইটে এই ভুল নাম জ্বলজ্বল করছিল। পরে অবশ্য বোর্ডের টনক নড়ে। নাম শুধরে দেওয়া হয়।

Advertisement

নাম বিভ্রাটের শিকার হলেন ভারতীয় ক্রিকেটমহলের দুই অতি পরিচিত মুখ-সরফরাজ খান এবং তাঁর ভাই মুশির খান। জাতীয় দলের হয়ে টেস্ট খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সরফরাজ। কিন্তু দীর্ঘদিন ধরে টেস্ট স্কোয়াডে তাঁর জায়গা হচ্ছে না। তাই রনজি ট্রফিতে ভালো খেলে ভারতীয় দলে কামব্যাকের স্বপ্ন দেখছেন এই মুম্বইকর। কিন্তু ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হওয়ার দিনেই আজব বিভ্রাটের শিকার হলেন এই তারকা ব্যাটার। ভাই মুশির খানের সঙ্গে তাঁর নাম গুলিয়ে ফেলল বিসিসিআই।

বুধবার জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রনজি অভিযান শুরু করেছে মুম্বই। সেই ম্যাচে ওপেন করতে নামেন মুশির। তবে হতাশাজনক পারফরম্যান্স তরুণ তুর্কির। মাত্র তিন বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি। কিন্তু সেসময়ে বোর্ডের ওয়েবসাইটে লেখা হয়, শূন্য রানে আউট সরফরাজ খান। আকিব নবির বলে আউট হয়েছেন সরফরাজ, এমনটাই লেখা হয় বোর্ডের ওয়েবসাইটে।

এই স্কোরকার্ড দেখে অবাক হয়ে যান ক্রিকেটপ্রেমীরা। কারণ সরফরাজ মিডল অর্ডার ব্যাটার। তাঁকে হঠাৎ ওপেন করতে পাঠানো হয়েছে কেন? নেপথ্যে কি কোনও রাজনীতি আছে? ক্রিকেটপ্রেমীদের আরেক অংশ মনে করতে শুরু করেন, ভালো খেলে জাতীয় দলে কামব্যাক হয়তো এবারের মতো অধরা থেকে গেল সরফরাজের জন্য। কারণ জম্মু-কাশ্মীরের মতো ‘দুর্বল’ দলের বিরুদ্ধে রান পেলেন না তিনি।

তবে পরে ভুল শুধরে নেয় বিসিসিআই। স্কোরকার্ডে লেখা হয়, মুশির খান শূন্য রানে আউট হয়েছেন। পরে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সরফরাজ। ৪৮ বলে ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলার পরে অবশ্য রান আউট হয়ে যান তিনি। সেঞ্চুরি হাঁকিয়েছেন সিদ্ধেশ লাড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ