Advertisement
Advertisement
BCCI elections

চলতি মাসেই বিসিসিআই নির্বাচন! আসছেন নতুন বোর্ড সভাপতি-আইপিএল চেয়ারম্যান

কারা আসছেন ভারতীয় ক্রিকেট প্রশাসনে?

BCCI elections: President, IPL chairman's posts to be filled up

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 4, 2025 10:12 am
  • Updated:September 4, 2025 10:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষের দিকেই হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। সংবাদসংস্থার খবর ধরলে, তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে। কারণ, জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা নাকি আর করতে ইচ্ছুক নয় ভারতীয় বোর্ড।
যার ফলে দু’একটা বিষয় হতে চলেছে। এক, নতুন প্রেসিডেন্ট খোঁজা। কারণ, তাঁর সত্তর বছর হয়ে গিয়েছে। লোধা আইনে তিনি আর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। তবে প্রশ্ন হল, কোন হেভিওয়েট ক্রিকেটারকে প্রেসিডেন্ট করা হবে? কারণ, বিনি ভারতের প্রথম বিশ্বজয়ী টিমের সদস্য ছিলেন। তাঁর আগে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে পরিচিত।

Advertisement

দুই, নতুন আইপিএল চেয়ারম্যান খোঁজা। কারণ, বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমালের ছ’বছর ক্রিকেট প্রশাসনে হয়ে যাচ্ছে। তাঁকে এবার বাধ্যতামূলক ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হবে। তাঁর জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা বা এমসিএ-র প্রাত্তন সচিব সঞ্জয় নায়েক। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তাহলে তাঁর জায়গায় বিসিসিআই সহ-সভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি।
বিসিসিআইয়ের বর্তমান কমিটির মধ্যে সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সচিব রোহন দেশাই এবং প্রভতেজ ভাটিয়া ছাড়া বাকি সকল সদস্যেরই কোনও না কোনও পরিবর্তন হবে। আপাতত বোর্ড থেকে পুরোপুরি বিদায় বিচ্ছেন রজার বিনি। আর কুলিং অফ পিরিয়ডে যাচ্ছেন অরুণ ধুমল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement