ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের সূচি ঘোষণা হতেই তোপের মুখে পড়ল বিসিসিআই। বিরোধী সাংসদ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার-প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলছে ভারত? পহেলগাঁওয়ে জঘন্য় হামলার নেপথ্যে পাক যোগ স্পষ্ট। হামলার পর দু’মাসের বেশি সময় কেটে গেলেও জঙ্গিদের ধরা যায়নি। তারপর কেন পাকিস্তানের সঙ্গে খেলছে ভারত? এই প্রশ্ন তুলেই বোর্ডকে তোপ দেগেছেন বিরোধীরা।
শনিবার কার্গিল বিজয় দিবসেই এশিয়া কাপের সূচি ঘোষিত হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ। কিন্তু সূচি প্রকাশ্যে আসতেই তোপ দেগেছেন মহম্মদ আজহারউদ্দিন থেকে রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা। অশ্বিনের কথায়, দিনকয়েক আগেই লেজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারতীয় দল। তাহলে এশিয়া কাপে কেন দুই দলকে খেলানো হল? এই টুর্নামেন্টে বেশি আর্থিক লাভ বলেই কি পাকিস্তানের বিরুদ্ধে খেলছে ভারত? অন্যদিকে আজহারউদ্দিন বলেন, “আমার মনে হয় যদি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ না হয় তাহলে কোনও টুর্নামেন্টেই খেলা উচিত নয়।”
বিসিসিআইয়ের তরফে এশিয়া কাপ নিয়ে এখনও কিছু বলা হয়নি। কিন্তু ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করেছেন শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। রাজ্যসভার সাংসদের কথায়, “বিসিসিআইয়ের মনে রাখা উচিত, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠে কোনওরকম সম্পর্ক তৈরি হলে আমরা ভারতীয়রা তীব্র প্রতিবাদ করব। ভারতীয় সেনার রক্তের বিনিময়ে নিজেদের ফায়দা তোলা বন্ধ করুন। আমাদের সিডিএস বলেছেন যে অপারেশন সিঁদুর এখনও চলছে, আর বিসিসিআই রক্তমাখা টাকার পিছনে ছুটছে।” একই সুর শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ সুখদেও ভগতের কণ্ঠেও।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের ২০২৫-র এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। দুই দল মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.