Advertisement
Advertisement
Asia Cup trophy fiasco

‘ট্রফি আপনার বাপের না’, নকভিকে তুলোধোনা ভারতের, নিজেকে কার্টুনের সঙ্গে তুলনা পাক মন্ত্রীর

এসিসির বৈঠকে প্রবল চাপে পাক মন্ত্রী।

BCCI grills PCB chief Mohsin Naqvi over Asia Cup trophy fiasco
Published by: Subhajit Mandal
  • Posted:September 30, 2025 7:54 pm
  • Updated:September 30, 2025 7:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের ট্রফি ‘চুরি’ করে প্রবল চাপে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও পাকিস্তানের মন্ত্রীকে তুলোধোনা করল বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে সাফ বলে দেওয়া হল, ট্রফি নকভির বাবার সম্পত্তি নয়। ওটা যথাযথ মর্যাদায় ভারতকে ফেরত দিতে হবে।

Advertisement

এশিয়া কাপের ফাইনালে পাক-বধের পর কী কী ঘটেছে, সেগুলো সবার জানা। আসলে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে ‘থাপ্পড়’ খেয়েছেন নকভি। যিনি কি না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও পাকিস্তানের মন্ত্রীও। ফলে ‘প্রতিশোধ’ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। তিনি শর্ত দিয়েছেন, ভারতকে ট্রফি নিতে হলে নিতে হবে তাঁর হাত থেকেই। সেটাও ঘটা করে অনুষ্ঠান করে। এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না, তা বলাই বাহুল্য। ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি, সেখানে ‘বিশেষ অনুষ্ঠানে’ তো প্রশ্নই ওঠে না। এসবের মধ্যেই মঙ্গলবার এসিসির বৈঠক ছিল। সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজীব শুক্লা।

পোড়খাওয়া রাজনীতিক শুক্লা এসিসির বৈঠকে কার্যত তুলোধোনা করেন নকভিকে। তিনি বলে দেন, এই ট্রফি তাঁর ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। শুক্লা সাফ জানিয়ে দিয়েছেন, যথাযথ মর্যাদা দিয়ে ট্রফি বিসিসিআইকে ফেরত দিতে হবে। তাতে নকভি পালটা যুক্তি সাজান, ভারত যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না, সেটা মৌখিকভাবে বলা হয়েছিল। লিখিতভাবে জানানো হয়নি। তাই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নকভির কথায়, “নিজেকে কার্টুনের মতো লাগছিল।” যদিও দু’জনের ঝগড়ার ফলে পরিস্থিতি উত্তপ্ত হলেও কাজের কাজ কিছু হয়নি। পরে ঠিক হয়, অন্য একটি বৈঠকে ট্রফি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হবে।

তবে ভারতীয় বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, আগামী নভেম্বরের আইসিসি বৈঠক। তার আগে সমস্যা না মিটলে আইসিসির দ্বারস্থ হবে বিসিসিআই। ক্ষিপ্ত ভারতীয় বোর্ড কর্তারা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে অপসারণ চাইবেন নকভির। জোরালো দাবি পেশ করা হবে। অনেকেই মনে করছেন, ভারতীয় বোর্ডের সঙ্গে সংঘাতের ফলে নকভির পক্ষে এরপর এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদ টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ