Advertisement
Advertisement
Rohit Sharma

মুম্বইয়ে নেতৃত্ব বিতর্কে রোহিত-হার্দি‌ককে সামলাতে আসরে নামে বোর্ড! মুখ খুললেন BCCI কর্তা

কী বললেন বোর্ড কর্তা?

BCCI has come to the rescue to deal with Rohit-Hardik in the leadership dispute in Mumbai Indians!

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 24, 2025 7:20 pm
  • Updated:August 24, 2025 7:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট টাইটান্স ছেড়ে যখন মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক পাণ্ডিয়া, সেই সময় মুম্বই শিবিরে ‘অশান্তি’র কথা সকলেই জানেন। এই ঘটনা ভারতীয় ক্রিকেটে তুমুল বিতর্ক তৈরি করেছিল। রোহিত শর্মার ভক্তরা হার্দিককে অধিনায়ক করার ব্যাপারটা মেনে নিতে পারেননি। ওই সময় আইপিএলের যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করেছিল বিসিসিআই। সেই ঘটনার দু’বছর পর বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা মন্তব্য করেছেন।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এমন ঘটনা ঘটলে বিসিসিআই কর্তারা ক্রিকেটারদের পাশে থেকে তাঁদের সব সময় সাহায্য করার চেষ্টা করেন। হার্দিকের ক্যাপ্টেন হওয়াটা রোহিতের ভক্তরা মেনে নিতে পারেননি। একটা কথা, রোহিত কিন্তু এ ব্যাপারে কাউকে উসকায়নি। পাণ্ডিয়াও জানত, কী ঘটতে পারে। কিন্তু ক্রিকেটার হিসাবে ও পরিণত। তাই পরিস্থিতি ঠিকমতো সামাল দিতে পেরেছিল।”

রাজীব শুক্লার সংযোজন, “ওই সময় হার্দিকের উপর ঘটনার কোনও প্রভাব পড়েনি। সবচেয়ে বড় ব্যাপার হল, কেউ বাড়তি আবেগপ্রবণও হয়ে পড়েনি। সমর্থকরা কিন্তু ক্রিকেটাররা পারফরম্যান্স করলে মেতে ওঠেন। তাঁরাই আবার করতালি দিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানান।”

উল্লেখ্য, আইপিএলে হার্দিকের নেতৃত্বে রোহিত খেললেও ভারতীয় দলে হয়েছিল ঠিক উলটোটা। সেখানে রোহিতের নেতৃত্বে খেলেছিলেন হার্দিক। যদিও তাতে কোনও সমস্যা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিতের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক। আটটি ম্যাচে ১৪৪ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৫১.৫৭। উইকেট পেয়েছিলেন ১১টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে ঐতিহাসিক শেষ ওভারটি করেছিলেন হার্দিকই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ