ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে প্রত্যাবর্তনে ফের ধাক্কা খেলেন মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন না তিনি। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ১৫ সদস্যের দলে ‘ব্রাত্য’ শামি। দেশের হয়ে ৬৪ টেস্ট খেলা পেসার কেন বাদ? এই প্রসঙ্গে নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন, শামি সম্পর্কে কোনও নতুন তথ্য নেই। নির্বাচন কমিটির প্রধানের এহেন মন্তব্যে প্রশ্ন উঠছে, শামির মতো প্রথম সারির পেসারের সম্পর্কে বিসিসিআইয়ের কাছে কেন কোনও তথ্য থাকবে না?
আগরকর বলেন, “আমার কাছে কোনও তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। তবে গত দু-তিন বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি। একজন পারফর্মার হিসেবে আমরা জানি সে কী করতে পারে। কিন্তু সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে।” দেশের হয়ে ২২৯টি টেস্ট উইকেট পেয়েছেন শামি। একার হাতে ঘুরিয়ে দিয়েছেন বহু ম্যাচ। ভারতের অন্যতম সেরা পেসারদের তালিকায় রাখা হয় তাঁকে। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিতে রয়েছেন শামি। সেই কারণে আগরকরের এমন মন্তব্যের পর প্রশ্ন, টিম ইন্ডিয়ার এই পেসারকে নিয়ে এতটা উদাসীন কীভাবে হতে পারে বোর্ড?
আগস্টে দলীপ ট্রফির শেষ দিনে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নামতে পারেননি শামি। জানা গিয়েছিল, পায়ে চোট লেগেছিল তাঁর। কিন্তু দলীপে সার্বিক পারফরম্যান্স এবং চোটের আতঙ্ক, সব মিলিয়ে তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন ধাক্কা খেয়েছিল বলেই মনে করা হয়েছিল। দলীপের ম্যাচে ২৩ ওভারে ১০০ রান দিয়েছিলেন শামি। পেয়েছিলেন শুধুমাত্র সাহিল লোত্রার উইকেট।
পরে জানা গিয়েছিল, দলীপ ট্রফিতে ম্যাচের শেষ দিন হালকা চোট পেয়েছিলেন। যার ফলে আর বোলিং করেননি শামি। তবে সেই চোট মারাত্মক কিছু নয়। এখন পুরোপুরি ফিট তিনি। গতবার বাংলার হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন শামি। এবারও রনজিতে বেশ কিছু ম্যাচ খেলার কথা তাঁর। ১৫ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করবে বাংলা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ উত্তরাখণ্ড। আপাতত যা ঠিক হয়েছে, ইডেনে ওই ম্যাচ খেলবে বাংলা। তবে ওই ম্যাচে শামি খেলবেন কি না, সেটা এখনও ঠিক হয়নি। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ। তারপর ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শামি কি ভারতীয় দলে সুযোগ পাবেন? প্রশ্ন সহজ হলেও এই মুহূর্তে উত্তর মেলা কঠিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.