সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব যে কোনও তরুণ খেলোয়াড়দের কাছে গুরুত্বপূর্ণ। এ কথা বহুবার বলেছেন প্রাক্তন ক্রিকেটারা। এবার থেকে সেই ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেললে বেশি অর্থ উপার্জন করতে পারবেন ক্রিকেটাররা। নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি দুই দল ফাইনালে উঠলে আলাদা করে আর্থিক মূল্য দেওয়া হবে উভয় দলকেই। মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমনটাই ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন হরভজন সিং।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভাজ্জি। বিসিসিআইয়ের এজিএমের পর তিনি বলেন, “সিদ্ধান্ত হয়েছে, কোনও ক্রিকেটাররা যদি এক মরশুমে ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ খেলে, তাহলে সে বেশি অর্থ উপার্জন করবে। ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে উঠলে আলাদা করে টাকা দেওয়া হবে।”
বিষয়টি নিয়ে আরও বিশদে হরভজনের সংযোজন, “যদি কোনও ক্রিকেটার এক মরশুমে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন, তাহলে তিনি অতিরিক্ত ১ কোটি টাকা ম্যাচ ফি পাবেন।” ‘মিস্টার টারবনেটর’ মনে করেন, ভারতের ঘরোয়া ক্রিকেটের জন্য এই পদক্ষেপ যুগান্তকারী হতে চলেছে। এর ফলে অনেক বেশি তরুণ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলতে আসবেন।
রাজ্যসভার সংসদ সদস্য হরভজন বিসিসিআইয়ের কাছে আরও বেশি করে সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য আবেদন জানিয়েছেন, “আমি বিসিসিআইকে পাঞ্জাবের মতো উত্তর ভারতের যে সব রাজ্য বন্যাবিধ্বস্ত, সেখানে সাহায্যের জন্য আবেদন জানিয়েছি।” উল্লেখ্য, পাঞ্জাবের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন ‘পাঞ্জাব দা পুত্তর’। ১১টি নৌকা-সহ তিনটি অ্যাম্বুল্যান্স দান করেছিলেন হরভজন সিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.