Advertisement
Advertisement
BCCI

এশিয়া কাপের দল নিয়ে প্রবল অসন্তোষ, স্কোয়াড ঘোষণার পরই দুই নির্বাচককে সরাচ্ছে বোর্ড!

প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের মেয়াদ বেড়েছে।

BCCI invites application for new selectors
Published by: Anwesha Adhikary
  • Posted:August 22, 2025 2:29 pm
  • Updated:August 22, 2025 2:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে। বিশেষত শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে ক্ষুব্ধ আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই। এহেন পরিস্থিততে শোনা গেল, নির্বাচকমণ্ডলী থেকে ছেঁটে ফেলা হবে দুই নির্বাচককে। এই মর্মে শুক্রবার থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে বিসিসিআই।

Advertisement

বৃহস্পতিবারই ভারতীয় দলের প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের মেয়াদ বাড়ানো হয়। বোর্ড সূত্রে জানা যায়, আগরকরকে আরও এক বছর জাতীয় নির্বাচক পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নির্বাচকপ্রধান থাকাকালীন একের পর এক বড় টুর্নামেন্টে সাফল্যে পেয়েছে টিম ইন্ডিয়া। সেটারই পুরস্কার দেওয়া হচ্ছে প্রাক্তন অলরাউন্ডারকে। তবে কোপ পড়তে চলেছে তাঁরই দুই সতীর্থের উপর।

আগরকরের সঙ্গে বর্তমান প্যানেলে রয়েছেন শিবশংকর দাস, সুব্রত মুখোপাধ্যায়, অজয় রাত্রা এবং এস শরদ। আগরকর ছাড়া বাকি চারজনের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের বার্ষিক সভায় আলোচনা হবে। এঁদের মধ্যেই দু’জন বাদ পড়তে চলেছেন। কারণ শুক্রবার প্রকাশ কর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র পুরুষ দলের দু’জন নির্বাচক নিয়োগ করা হবে। তবে কোন দু’জন নির্বাচককে ছেঁটে ফেলা হবে তা এখনও জানা যায়নি। বোর্ড সূত্রে খবর, খুব তাড়াতাড়িই নতুন নির্বাচকদের বেছে নেওয়া হবে।

একই সঙ্গে মহিলা দলের নির্বাচক হিসাবে চারটি পদে আবেদনপত্র গ্রহণ করতে চলেছে বিসিসিআই। গত মঙ্গলবার মহিলা বিশ্বকাপের দল বেছে নিয়েছে পাঁচ সদস্যের এই কমিটি। তারপরেই ছেঁটে ফেলা হতে চলেছে গোটা নির্বাচকমণ্ডলীকেই। এছাড়াও বয়সভিত্তিক টুর্নামেন্টে ভারতের দল বেছে নেওয়ার জন্য মুখ্য নির্বাচক পদেও নতুন নিয়োগ করতে চলেছে বোর্ড।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ