Advertisement
Advertisement
BCCI

একদিন পিছিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ সফরের দল নির্বাচন! কারণ জানলে অবাক হবেন

বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা ছিল।

BCCI is likely to announce the India squad for the two-match Test series against West Indies on Thursday

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:September 24, 2025 9:16 pm
  • Updated:September 24, 2025 9:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ শেষ হওয়ার পরই নতুন লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। সব ঠিক থাকলে বুধবারই সেই সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করতে পারল না বিসিসিআই।

Advertisement

কেন? শোনা গেল, দুবাইয়ে নাকি ঠিক ঠাক লজিস্টিক সাপোর্ট জোগাড় করতে পারেনি বিসিসিআই। আসলে ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর, টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল এখন দুবাইয়ে। প্রধান নির্বাচক অজিত আগরকরেরও সেখান থেকেই বুধবার দল ঘোষণা করার কথা ছিল। কিন্তু এদিন লজিস্টিক সমস্যার জন্য দল ঘোষণা করা যায়নি। সেটা নাকি হবে বৃহস্পতিবার দুপুরের দিকে। ভাবা যায়! বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড। তারা কিনা লজিস্টিক সাপোর্টের অভাবে দল ঘোষণা করতে পারছে না। বিশ্বাস করা শক্ত হলেও বোর্ড সূত্র এমনটাই বলছে। ২ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। বৃহস্পতিবার দল ঘোষণার অর্থ, মাঝে সময় থাকবে মাত্র সপ্তাহখানেক।

সূত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে দল ভালো খেললেও একাধিক তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। বিশেষ করে ৭ বছর পর টেস্টে দ্বিতীয় সুযোগ পাওয়া করুণ নায়ারের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০৫ রান। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর বাদ পড়া নিশ্চিত। তাঁর বদলে দলে ঢুকতে পারেন সরফরাজ খান বা দেবদত্ত পাড়িক্কল।

ইংল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। তিনটি টেস্টে সুযোগ পেয়েছেন। সেরা রান ৬১। তবে প্রত্যাশামতো ব্যাটিং করতে পারেননি। তিন টেস্ট মিলিয়ে ১৪০ রানের বেশি করতে পারেননি। তবে তরুণ সাইয়ের উপর ভরসা রয়েছে ম্যানেজমেন্টের। তিনি আবারও সুযোগ পাবেন বলেই সূত্রের দাবি। এবার ৩ জন স্পিনার অলরাউন্ডার নিয়ে নামবে ভারত। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা তিনজনই থাকবেন। সঙ্গে থাকবেন কুলদীপ। ৩ পেসার হিসাবে থাকতে পারেন বুমরাহ, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। চোটের জন্য এই সিরিজে নেই আকাশদীপ। পন্থের অনুপস্থিতিতে কিপার হিসাবে প্রথম পছন্দ ধ্রুব জুড়েল। পরিবর্ত কিপার হিসাবে সুযোগ পেতে পারেন নারায়ণ জগদীশন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ