ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক কেরিয়ার কি শেষের পথে মহম্মদ শামির? অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি। ভবিষ্যতেও সুযোগ পাবেন, এমন কোনও আশাভরসা নেই। বরং বোর্ডের খবর অনুযায়ী, জাতীয় দলে ফেরার রাস্তা ক্রমশ সঙ্কীর্ণ হচ্ছে বাংলার পেসারের জন্য।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “এই মুহূর্তে শামির জন্য জাতীয় দলে ফেরাটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। দুয়েকটা বিচ্ছিন্ন স্পেল ছাড়া দলীপ ট্রফির ম্যাচেও খুব ছাপ ফেলতে পারেনি। তাছাড়া ওর বয়স তো কমছে না। পেসও বাড়বে না। দলীপে ওকে দেখে সেরা ছন্দে আছে বলে মনে হয়নি। কিন্তু আইপিএলে ভালো খেলার জন্য ওকে ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলতে হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে শামি ভারতীয় টিমের বাইরে। আইপিএল একেবারেই ভালো যায়নি। গত বছর অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ছিলেন না। ইংল্যান্ডেও তাই। এশিয়া কাপেও তাঁকে ভাবা হয়নি। শামি নিজেও আশা করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হয়তো তাঁকে রাখা হবে। অস্ট্রেলিয়া সফরের জন্য বিশেষ জুতো প্রস্তুতও করিয়ে ছিলেন। তবে বর্তমানে অনেকেরই মনে হচ্ছে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের ‘স্কিম অফ থিংসে’ নেই শামি। জাতীয় নির্বাচক প্রধান একটা ব্যাপার বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ২০২৭ বিশ্বকাপের জন্য ‘প্রসেস’ তাঁরা শুরু করে দিয়েছেন। যদি বিশ্বকাপের ভাবনায় না থাকেন, তাহলে কেন তাঁকে টিমে রাখা হবে?
সামনেই রনজি ট্রফি শুরু হচ্ছে। শামি খুব সম্ভবত শুরুর কয়েকটা ম্যাচে খেলবেন। যদিও শামির তরফ থেকে পরিষ্কার করে কিছু জানানো হয়নি বাংলা টিম ম্যানেজমেন্টকে। তবে বাংলা শিবির আশা করছে, প্রথম কয়েকটা ম্যাচে সামিকে পাওয়া যাবে। শামি থাকলে বাংলার পেস শক্তি যে আরও অনেক বেড়ে যাবে, সেটা বলে দেওয়াই যায়। সেখানে যদি শামি দুর্ধর্ষ কিছু করেন, তাহলে কি তাঁকে উপেক্ষা করতে পারবেন নির্বাচকরা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.