সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমন খবর ছড়িয়ে পড়তেই চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে সৌরভের খবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
শনিবার সকালে জিম করার সময় হঠাৎই বুকে ব্যথা করে সৌরভ। দিন কয়েক ধরেই নানা কাজ নিয়ে ভীষণ চাপে ছিলেন। গত রাতে ভালভাবে ঘুমও হয়নি। এদিন জিমে খানিকক্ষণ শরীরচর্চার পরই শরীরটা খারাপ লাগছিল তাঁর। প্রথমে ভেবেছিলেন অম্বল হয়েছে। তার জন্য ঠান্ডা পানীয় এনেও খান। কিন্তু তারপরই বুকে ব্যথা হয় বলে জানা যায়। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আলিপুরের বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, সৌরভের হার্টে ব্লকেজ রয়েছে। অ্যাঞ্জিওপ্লাস্টির পরই স্পষ্ট হবে হার্টের অবস্থা ঠিক কেমন। একটি স্টেনও বসানো হচ্ছে বলে খবর।
Praying for your speedy recovery. Get well soon 🙏
— Virat Kohli (@imVkohli)
Wishing a speedy recovery. Take care & god bless!
— Gautam Gambhir (@GautamGambhir)
হঠাৎ করেই দাদা অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন গোটা দেশ। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে সৌরভের এককালের সতীর্থ গৌতম গম্ভীর, প্রত্যেকেই টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
I wish and pray for the speedy recovery of . I’ve spoken to his family. Dada is stable and is responding well to the treatment.
— Jay Shah (@JayShah)
এদিকে, টুইটারে বোর্ড সচিব জয় শাহ জানান, সৌরভের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই জানিয়েছে পরিবার। আশাব্যঞ্জক খবর দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়ও। জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, সৌরভকে নিয়ে অযথা চিন্তার কোনও কারণ নেই। তিনি স্থিতিশীল।
भारतीय क्रिकेट टीम के पूर्व कप्तान और बीसीसीआई के मौजूदा अध्यक्ष सौरव गांगुली को हार्ट अटैक आने जानकारी मिलने पर मैंने कोलकाता के वुडलैंड्स हॉस्पिटल के डॉक्टर्स से बात की, उन्होंने कहा है कि चिंता की कोई बात नहीं है।
बाबा महाकाल दादा को जल्द स्वस्थ करे।
— Kailash Vijayvargiya (@KailashOnline)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.