সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্ট লেগে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন। ভারতীয় দলের উদীয়মান তারকা সাই সুদর্শনকে নিয়ে উদ্বেগ বাড়ল। ম্যাচের তৃতীয় দিন ফিল্ডিংয়ে এলেন না সাই। বিসিসিআই জানিয়েছে, টিম ইন্ডিয়ার তরুণ তুর্কির চোট খুব গুরুতর না হলেও তাঁকে নজরদারিতে রাখছে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম।
দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভারে চোট পান সাই। রবীন্দ্র জাদেজা বল করছিলেন। দ্বিতীয় বলের মুখোমুখি ছিলেন জন ক্যাম্পবেল। জাদেজার বোলিংয়ে তিনি একটি জোরালো সুইপ মারেন। শটটি সরাসরি শর্ট লেগে দাঁড়িয়ে থাকা সাই সুদর্শনের বুকে লাগে। তাঁর বুকে হাত ছিল, তাই বলটি হাতে লাগে এবং তারপর কোনওভাবে বলটি ধরতে সক্ষম হন। কিন্তু ওই জোরালো আঘাতের পর সাই আর মাঠে ফেরেননি। দ্বিতীয় দিন তাঁকে ফিল্ডিং করতে দেখা যায়নি। তৃতীয় দিনও মধ্যাহ্নভোজের আগে মাঠে আসেননি।
রবিবার সকালে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, সাই সুদর্শনের ‘ইমপ্যাক্ট ইনজুরি’ হয়েছে। তাঁর চোট খুব একটা গুরুতর নয়। তবে চিকিৎসকরা তাঁকে নজরে রেখেছেন। সূত্রের খবর, জোরাল আঘাতের ফলে সাইয়ের হাতে ব্যাথা রয়েছে। দরকার না পড়লে তাঁকে আর দিল্লি ম্যাচে ফিল্ডিংয়ে নামানো নাও হতে পারে।
এদিকে ম্যাচের তৃতীয় দিন ফলো অন বাঁচানোর জন্য লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন চার উইকেটে ১৪০ রানের পর খেলতে নেমে রবিবার প্রথম সেশনেই তিন উইকেট হারিয়েছে ক্যারিবিয়ানরা। এদিন সকালে তিনটি উইকেট তুলে নেন কুলদীপ যাদব। এই ইনিংসে মোট চার উইকেট পেলেন ভারতীয় স্পিনার। দিনের চতুর্থ উইকেটটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮ উইকেটে ২১৭। ফলো অন বাঁচাতে আরও দরকার ১০১ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.