Advertisement
Advertisement
Women's World Cup

বিশ্বকাপে ভারত-পাক যুদ্ধে ফতিমাদের সঙ্গে হাত মেলাবেন হরমনপ্রীতরা? মুখ খুলল বিসিসিআই

রবিবার মহিলা ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ।

BCCI secretary breaks silence on handshake chance in India vs Pakistan in Women's World Cup
Published by: Arpan Das
  • Posted:October 3, 2025 5:02 pm
  • Updated:October 4, 2025 8:25 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ফের ভারত-পাকিস্তান মহারণ। এবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে। এশিয়া কাপে দুই দেশের মোকাবিলায় একরাশ বিতর্ক হয়েছে। পাক প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। মহিলাদের বিশ্বকাপেও কি একই ঘটনা ঘটবে? ফতিমা সানাদের সঙ্গে হাত মেলাবেন হরমনপ্রীতরা? কী নির্দেশ আছে বিসিসিআইয়ের থেকে?

Advertisement

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানান, গত একসপ্তাহে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের কোনও উন্নতি হয়নি। বরং সম্পর্ক আরও খারাপ হয়েছে। সইকিয়া বলছেন, “৫ অক্টোবর পাকিস্তানের সঙ্গে ফের ভারত ম্যাচ খেলবে। ক্রিকেটের সমস্ত নিয়মনীতি মেনেই খেলা হবে।” তিনি আরও বলেন, “করমর্দন বা আলিঙ্গন হবে কি না, তা এখনই আমি নিশ্চিত করে বলতে পারব না।”

এশিয়া কাপে করমর্দন বিতর্ক বারবার মাথাচাড়া দিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার কারণটাও অবশ্য ব্যাখ্যা করেছিলেন তিনি। সুপার ফোরের ম্যাচেও একই ছবি দেখা গিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত না উত্তেজনা ছিল, তার চেয়ে বেশি উত্তেজনা দেখা গিয়েছে হ্যান্ডশেক ইস্যু নিয়ে। আর ফাইনালে করমর্দন তো দূরের কথা, পাক মন্ত্রী নকভির হাত থেকে ট্রফিই নেয়নি ভারত।

সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর মধ্যে বিতর্ক বাড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মীর। পাক অলরাউন্ডার নাতালিয়া পারভেজ সম্পর্কে বলতে গিয়ে সানা বলেন, “নাতালিয়া আসলে আজাদ কাশ্মীরের বাসিন্দা। কিন্তু ক্রিকেটের জন্য তিনি লাহোরে চলে যান। ক্রিকেটজীবনের অনেকটাই লাহোরে কাটিয়েছেন তিনি।” সেই মন্তব্য ভাইরাল হতেই তুমুল বিতর্ক নেটদুনিয়ায়। পাক অধিকৃত কাশ্মীর, যার বৈধতা এবং আইনি স্বীকৃতি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে, সেই PoKকে কীভাবে আজাদ কাশ্মীরের তকমা দিলেন প্রাক্তন পাক অধিনায়ক, সেই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ