Advertisement
Advertisement
Jasprit Bumrah

দ্বিতীয় টেস্টে বুমরাহ না খেললে বিপর্যয় ঘটতে পারে! গম্ভীরকে সতর্ক করলেন প্রাক্তন কোচ

লিডসে ভারতের বোলারদের মধ্যে একা বুমরাহ ছাড়া কেউই পাতে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি।

BCCI sent big 'Jasprit Bumrah' warning by Ravi Shastri
Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2025 12:49 pm
  • Updated:June 26, 2025 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ সেঞ্চুরির পরও টেস্ট হেরেছে দল। লাল বলের ক্রিকেটে এমন ঘটনা শুধু বিরলই নয়, অতীতে ঘটেনি কোনওদিন। আর লিডসে ইংল্যান্ডের কাছে এমন রেকর্ড গড়া হারের পর কাঠগড়ায় ভারতীয় বোলিং। কোচ গৌতম গম্ভীর নিজেও মানছেন, ২০ উইকেট নিতে না পারার জন্যই হার। তবে তার পরও জসপ্রীত বুমরাহকে পাঁচ টেস্টের সিরিজে তিনটের বেশি ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত থেকে নড়ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। যা পরিস্থিতি তাতে হয়তো পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে (Jasprit Bumrah)। আর সেটা যদি হয় তাহলে তা বিপর্যয় ডেকে আনতে পারে। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচ রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী বলছেন, “আমার মনে হয় বুমরাহ পরের ম্যাচটাতেই বিশ্রাম চাইবে। কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে। তারপর আবার বিরতি আছে। কিন্তু সমস্যা হল, বুমরাহ যদি বিশ্রাম নেয়, তাহলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর সেটা বিপর্যয়ের শামিল।” প্রাক্তন হেড কোচের বক্তব্য, “সদ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারতে হয়েছে। অস্ট্রেলিয়াতেও সিরিজ হেরেছি। এখানেও জেতার মতো জায়গা থেকে ম্যাচ হারতে হয়েছে। এই পরিস্থিতিতে আরও পিছিয়ে পড়লে সেটা হজম করা কঠিন হবে।”

টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডকোচের মতে, “আমরা এখন ইংল্যান্ডের পিছু পিছু ছুটছি। এই অবস্থায় পালটা আক্রমণই বাঁচার একমাত্র পথ। চূড়ান্ত আঘাত হানতে হবে। আর সেই আঘাত হানতে হবে দ্বিতীয় ম্যাচ থেকেই।” শাস্ত্রীর নিদান, “ভারতকে বুঝতে হবে, ইংল্যান্ড যখনই আক্রমণ করছে, আমাদের দুর্বল মনে হচ্ছে। সেটা হলে চলবে না। পালটা আক্রমণে যেতে হবে। আর সেটার জন্যই বুমরাহর দ্বিতীয় ম্যাচে খেলা দরকার।”

লিডসে ভারতের বোলারদের মধ্যে একা বুমরাহ ছাড়া কেউই পাতে দেওয়ার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথম ইনিংসে তাঁর পাঁচ উইকেটের সুবাদেই লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেট পাননি তিনি। দু’ইনিংস মিলিয়ে তাঁর মতো পাঁচ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও (৩/১২৮ ও ২/৯২)। কিন্তু এই দু’ইনিংসে প্রসিদ্ধর ইকোনমি রেট যথাক্রমে ৬.৪০ এবং ৬.১০। বাকিদের অবস্থা আরও খারাপ। ফলে বুমরাহ না থাকলে ভারতীয় বোলিংয়ের হাল কী হবে, সহজেই অনুমেয়। এই অবস্থায় তাঁকে সব ম্যাচ খেলানোর পক্ষেই সওয়াল করেছেন বিশেষজ্ঞরা। শাস্ত্রী চাইছেন অন্তত দ্বিতীয় ম্যাচে তাঁকে রাখা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement