Advertisement
Advertisement
BCCI

ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে পতৌদিকে ছেঁটে ফেলেছে ইসিবি, ‘নবাবে’র স্মৃতিরক্ষায় বড় পদক্ষেপ বিসিসিআইয়ের

বিতর্কের জেরেই পালটা পদক্ষেপ করছে বিসিসিআই!

BCCI Takes Big Call On Nawab Pataudi After Backlash Over Renaming IND-ENG Series
Published by: Subhajit Mandal
  • Posted:June 14, 2025 1:23 pm
  • Updated:June 14, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে পতৌদির নাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। কিন্তু বিসিসিআই পুরোপুরি ‘নবাব’দের স্মৃতি মুছে ফেলতে চায় না। যেভাবেই হোক ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্টে পতৌদির নামটা জুড়ে রাখতে চাইছে ভারতীয় বোর্ড। সেই লক্ষ্যে ইসিবিকে একটি অনুরোধও করেছে বিসিসিআই।

Advertisement

ভারতীয় বোর্ডের তরফে ইংল্যান্ড ক্রিকেটকে অনুরোধ করা হয়েছে, অন্তত ম্যাচের শেষে যে পুরস্কারগুলি দেওয়া হয়, সেগুলির মধ্যে একটি ট্রফির নাম পতৌদির নামে করা হোক। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “পতৌদি ট্রফির নাম বদলানোটা সম্পূর্ণ ইংল্যান্ড বোর্ডের সদস্য। এতে আমাদের কিছু বলার ছিল না। আমাদের কোনও ভুমিকাও ছিল না। আমরা ইসিবিকে অনুরোধ করেছি ম্যাচের পরে যে পুরস্কারগুলি দেওয়া হয়, সেগুলির মধ্যে অন্তত একটি পতৌদির নামে করতে। ইংল্যান্ড বোর্ড আশ্বাসও দিয়েছে।”

২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সিরিজ। এতদিন ভারত-ইংল্যান্ড সিরিজের নাম ছিল পতৌদি ট্রফি। ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ২০০৭ সালে এই ট্রফি প্রথমবার দেওয়া হয়। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের উদ্যোগে ট্রফিটির নামকরণ করা হয়েছিল। সে বছর ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফি জিতেছিল ভারত।

কিন্তু চলতি বছর ওই ট্রফির নাম বদল নিয়ে আলোচনা শুরু করে বিসিসিআই এবং ইসিবি। সূত্রের খবর, ইংল্যান্ড বোর্ড চাইছিল এই প্রজন্মের কিংবদন্তিদের নামে ট্রফিটির নামকরণ করতে। সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়েছে। দুই দেশের মধ্যেকার টেস্ট সিরিজের ট্রফির নাম হতে চলেছে শচীন তেণ্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামেই। যদিও পতৌদি ট্রফির নাম বদল নিয়ে বিতর্ক হয়েছে। ২০০৭ সালে ট্রফিটির নামকরণ হয়েছিল পতৌদি পরিবারের নামে। একমাত্র খেলোয়াড় হিসেবে ইংল্যান্ড ও ভারত–দুই দলের হয়ে খেলেছেন ইফতিফার আলি খান পতৌদি। তাঁর ছেলে মনসুর আলি খান পতৌদি দীর্ঘ সময় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই পরিবারের নাম ট্রফি থেকে সরিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছিলেন পরিবারের সদস্যরা। সেই বিতর্কের জেরেই সম্ভবত এবার পালটা পদক্ষেপ করছে বিসিসিআই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ