Advertisement
Advertisement
BCCI

নামেই স্ট্যান্ডবাই! এশিয়া কাপের আগে পাঁচ তারকাকে নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের 

কেন এমন সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের?

BCCI takes big decision on five Cricketers before Asia Cup

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:August 29, 2025 2:22 pm
  • Updated:August 29, 2025 2:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯ তারিখ থেকে শুরু এশিয়া কাপ। তার আগে পাঁচ স্ট্যান্ডবাই ক্রিকেটারকে দুবাই না পাঠানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল মূল দলের সঙ্গে যাবেন না।

Advertisement

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহীর সঙ্গে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এরপর যথাক্রমে ১৪ এবং ১৯ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবে ভারত। এ মাসের শুরুতে বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সহ-অধিনায়ক হিসাবে দলে ফিরেছেন শুভমান গিল।

যদিও এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে বিতর্কও ছিল তুঙ্গে। বিশেষত শ্রেয়স আইয়ারকে দলে না দেখে আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই ক্ষুব্ধ হয়েছে। অন্যদিকে, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারকে মূল দলে না দেখে দল নির্বাচন পদ্ধতি নিয়ে ক্ষোভ গোপন করেননি অনেকেই। এই আবহে বিসিসিআইয়ের এক সূত্র পিটিআই’কে জানিয়েছে, “স্ট্যান্ডবাই খেলোয়াড়রা মূল দলের সঙ্গে দুবাই যাবে না। প্রত্যেক ক্রিকেটারকে ৪ সেপ্টেম্বর দুবাই আসতে বলা হয়েছে। ৫ তারিখ আইসিসি অ্যাকাডেমিতে প্রথম নেট সেশন হবে। যাতে খেলোয়াড়দের কোনও অসুবিধা না হয়, সেই কারণে নিজ নিজ শহর থেকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

যেহেতু দুবাই স্বল্প দূরত্বের, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এতদিন দেখা যেত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটাররা মুম্বই বা দিল্লিতে জড়ো হতেন প্রথমে। সেখান থেকে তাঁরা সফর করতেন। যদিও দীর্ঘদিনের সেই রীতি এবার ভাঙল ভারতীয় বোর্ড। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ