ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার এশিয়া কাপের জন্য নির্বাচিত হতে চলেছে ভারতীয় দল। দল নির্বাচনের আগে প্রশ্ন উঠছে, ফর্মে থাকা শুভমান গিল কি এশিয়া কাপের দলে থাকবেন? আপাতত সেই সম্ভাবনা কম বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও জানা গিয়েছে, এশিয়া কাপে টেস্ট অধিনায়কের জন্য ‘স্পেশাল কোটা’র রাখার ব্যাপারে আলোচনা করা হয়েছিল। যার জন্য বাদ পড়তেন এক তরুণ তুর্কি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গিলকে দলে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের অন্দরে নাকি আলোচনাও হয়েছিল। জানা গিয়েছে, সেই আলোচনার বিষয় ছিল, কোনওভাবে তিলক বর্মার জায়গায় গিলকে নেওয়া যায় কি না। প্রতিবেদনে বলা হয়েছে, তিলক বর্মাকে বাদ দিয়ে গিলকে জায়গা দেওয়া হবে কি না, তা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে, টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে খুব বেশি চিন্তা করেনি। তারা জানিয়েছে, এমনটা হলে বাঁ-হাতি ব্যাটারের প্রতি অন্যায় হবে। উল্লেখ্য, এই মুহূর্তে টি-টোয়েন্টির ক্রমতালিকায় তিলক রয়েছে দ্বিতীয় স্থানে।
প্রতিবেদন অনুসারে, তিলক বর্মাকে বাদ দিয়ে শুভমানকে বেছে নেওয়ার জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে খবর। ওই সংবাদপত্র উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, “গিলকে নেওয়া হলে টপ অর্ডারেই ব্যাটিং করবে। তবে যদি টপ অর্ডারে খেলার সুযোগ না পান, তাহলে তাঁকে দলে নেওয়ার কোনও অর্থ নেই। গিল যদি ওপেনিং নামে, সঞ্জুর প্রতি অবিচার হবে। এই উইকেটকিপার-ব্যাটার অতীতে অসাধারণ খেলেছেন। গিল দলে ঢুকলে তো জায়গা ছাড়তে হবে সঞ্জুকে।”
অন্যদিকে, দ্বিতীয় কিপার হিসাবে নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা। তবে সঞ্জু খেললে জিতেশ সুযোগ পাবেন না। এছাড়াও জশপ্রীত বুমরাহ জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান। দল বাছাইয়ের সময় যেন তাঁর কথা মাথায় রাখা হয়। তবে বুমরাহকে আদৌ দলে রাখা হবে কি না, প্রশ্ন রয়েছে। এছাড়াও অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং হর্ষিত রানাকে রাখা হতে পারে স্কোয়াডে। স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব প্রায় নিশ্চিত এশিয়া কাপের দলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.