সন্দীপন বন্দ্যোপাধ্যায়, লন্ডন: ওভাল টেস্টে খেলার শত চেষ্টা করেও ব্যর্থ বেন স্টোকস। পঞ্চম টেস্ট শুরুর আগের দিনই জানা গেল, চোটের কারণে বৃহস্পতিবার মাঠে নামতে পারবেন না ইংরেজ অধিনায়ক। শুধু তাই নয়, লর্ডস টেস্টে ভয়ংকর হয়ে ওঠা জোফ্রা আর্চারকেও পাবে না ইংল্যান্ড। এছাড়াও লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স খেলতে পারবেন না ওভাল টেস্টে।
ম্যাঞ্চেস্টারে ব্যাট করতে গিয়ে চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। তবে চোট নিয়েই তিনি সেঞ্চুরি হাঁকান। তবে কেবল শতরান করাই নয়, বল হাতেও দুরন্ত পারফর্ম করেন স্টোকস। তবে শেষ পর্যন্ত টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড। জাদেজা-সুন্দরের লড়াকু সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করেছে ভারত। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে শুভমান গিলরা। ওভাল টেস্ট জিতলে সিরিজ ড্র করে দেশে ফিরবে ভারতীয় দল।
ম্যাঞ্চেস্টার টেস্টের পর প্রশ্ন ওঠে, ওভালে কি খেলতে পারবেন স্টোকস? ইংল্যান্ডের অধিনায়ক বলেছিলেন, “ওভালে আমি খেলব না, এরকম সম্ভাবনা খুব কম। মানসিকভাবে আমি ভালো আছি। শরীরও ফিট হচ্ছে। তবে এই সিরিজে যথেষ্ট ওয়ার্কলোড গিয়েছে।” অর্থাৎ ওভালে ইংল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া ছিলেন স্টোকস। কিন্তু অধিনায়ককে বাদ দিয়েই ম্যাচ খেলতে হবে ইংল্যান্ড ব্রিগেডকে।
কেবল স্টোকস নন, আরও তিন বোলারকে বাদ দিয়ে ওভালে নামবে ইংল্যান্ড। লর্ডস টেস্টে দলে ফেরার পর থেকে বেশ ভালো ফর্মে ছিলেন জোফ্রা আর্চার। কিন্তু তিনি ওভাল টেস্টে খেলবেন না। আট বছর পরে টেস্ট দলে ফিরেছিলেন লিয়াম ডসন। কিন্তু ওভাল টেস্টে তিনিও হয়তো খেলবেন না। বল হাতে চলতি সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি ব্রাইডন কার্স। কিন্তু লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভারতকে সমস্যায় ফেলেছেন। ওভালে হয়তো তাঁকে পাবে না ইংল্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.