সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত শতরান হাঁকান স্টোকস (Ben Stokes)। সেঞ্চুরির পর নিজের ব্যাটিং গিয়ার কার্যত পরিবর্তন করেন তিনি। বুমরাহ, জাদেজারা তাঁর সামনে বিশেষ কিছু করতে পারছিলেন না। ১৬৪ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। বাকি ৪১ রান করলেন ৩৪ বলে। শেষমেশ জাদেজার বলে বাউন্ডারি লাইনের সামনে তাঁর ক্যাচ ধরলেন সাই সুদর্শন। ১৪১ রানে ফিরলেন স্টোকস। এমন দুর্দান্ত ইনিংসের পর অসাধারণ নজিরও গড়ে দুই কিংবদন্তি ক্রিকেটারকে স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক।
শনিবার কিংবদন্তি গারফিল্ড সোবার্স এবং জ্যাক ক্যালিসদের ক্লাবে যোগ দিয়ে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে স্টোকস তার ১৪তম টেস্ট সেঞ্চুরি করেন। আর তাতেই দুই কিংবদন্তি পূর্বজকে স্পর্শ করলেন।
প্রথম টেস্টে চতুর্থ দিন ৭০০০ রানও পূর্ণ করেন তিনি। গ্যারি সোবার্স এবং জ্যাক ক্যালিসের পর টেস্ট ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৭০০০ রান এবং ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন ৩৪ বছরের এই ক্রিকেটার। ২০২৩ সালের জুনের পর স্টোকস এদিন ফের সেঞ্চুরি হাঁকালেন।
এর আগে ইংল্যান্ডের অধিনায়ক দ্বিতীয় দিন ৫ উইকেটও নিয়েছিলেন। এই নিয়ে টেস্টে তিনি পাঁচ উইকেট নিলেন পঞ্চমবার। ২০১৭ সালের পর আবার টেস্ট ক্রিকেটে তাঁকে ৫ উইকেট নিতে দেখা গেল। এর ফলে স্টোকস ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে একই ম্যাচে পাঁচ উইকেট নিলেন এবং সেঞ্চুরিও করলেন। ১৯৫৫ সালে ক্যারিবিয়ান তারকা ডেনিস অ্যাটকিনসন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৯ রান করেছিলেন। পাশাপাশি ৫৬ রানে ৫ উইকেটও নিয়েছিলেন। তিনিই প্রথম টেস্ট অধিনায়ক হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। তাছাড়া ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন রেকর্ড আর নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.