ফাইল ছবি
আলাপন সাহা: সিএবি-তে এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে। ১৪ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তারই মাঝে বাংলার এক বয়সভিত্তিক টিমের কোচের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। ওই কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছে সিএবি-র কাছে।
খবর নিয়ে জানা গেল, দু’জন মহিলা সাপোর্ট স্টাফ ওই কোচের বিরুদ্ধে অভিযোগ করেছেন। যার মধ্যে একজন ফিজিও রীতিমতো লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন সিএবি-র কাছে। আর একজন মৌখিকভাবে অভিযোগ করেছেন। দু’জনেরই যৌন হেনস্তার অভিযোগ। কেউ কেউ বলছেন, বাংলার ওই বয়সভিত্তিক টিমের কোচ ফিজিওদের যৌন উস্কানিমূলক মেসেজ করতেন। যা বেশ কিছুদিন ধরেই চলে আসছিল। শেষপর্যন্ত বাধ্য হয়ে ওই দুই ফিজিও সিএবি-র কাছে অভিযোগ জানান।
পুরোটাই বাংলা ক্রিকেটে রীতিমতো নজিরবিহীন ঘটনা। স্মরণকালে বাংলার কোনও কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জমা পড়েছে বলে মনে করা যাচ্ছে না। সিএবি এখনই এটা নিয়ে কিছু সরকারিভাবে বলতে রাজি নয়। তারা তদন্তের অপেক্ষায়। তবে অভিযোগ যে জমা পড়েছে, সেটা সিএবি-র তরফে স্বীকার করে নেওয়া হয়েছে। শোনা গেল, মহিলা ক্রিকেট নিয়ে সিএবি’র এক বিশেষ কমিটি রয়েছে। যেখানে বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার রয়েছেন।
সিএবি’র তরফে বলা হচ্ছে, পুরো ব্যাপারটার তদন্ত হবে। তবে যেহেতু এখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তাই বর্তমানে কোনও কমিটি নেই। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেদিনই নতুন কমিটি তৈরি হবে। যৌন হেনস্তার এই অভিযোগ নিয়ে সিদ্ধান্ত নতুন কমিটিই নেবে। সিএবির তরফে কেউ কেউ বলছিলেন, এটা মারাত্মক অভিযোগ। পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তদন্তে যদি প্রমাণ হয় যে সংশ্লিষ্ট বাংলার ওই কোচ সত্যি দোষী, তাহলে তাঁকে কঠোরতম শাস্তি দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.