Advertisement
Advertisement
Mohammed Shami

শামিকে নিয়ে ধোঁয়াশায় বাংলা, রনজির প্রথম ম্যাচে হয়তো নেই মুকেশও

বঙ্গ পেসার নিজে খেলতে চাইছেন কি না, সেটা পরিষ্কার নয়।

Bengal in a confusion over Mohammed Shami, Mukesh Kumar may not be in the first Ranji match
Published by: Prasenjit Dutta
  • Posted:October 6, 2025 1:49 pm
  • Updated:October 6, 2025 1:49 pm   

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ অক্টোবর থেকে রনজি ট্রফিতে অভিযান শুরু করছে বাংলা। প্রথম ম‌্যাচে বাংলার সামনে উত্তরাখণ্ড। অনুষ্টুপ মজুমদাররা ইডেনে ওই ম‌্যাচ খেলবেন, সেটা ঠিক হয়ে গিয়েছে। তবে মহম্মদ শামিকে প্রথম ম‌্যাচে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা রয়েছে। শনিবার অস্ট্রেলিয়া সফরের জন‌্য ভারতীয় সফরের দল ঘোষণা হয়েছে। সেখানে শামিকে রাখা হয়নি। যার অর্থ শামির প্রথম ম‌্যাচে খেলা নিয়ে অসুবিধে নেই। কিন্তু বঙ্গ পেসার নিজে খেলতে চাইছেন কি না, সেটা পরিষ্কার নয়। শোনা গেল, তিনি টিম ম‌্যানেজমেন্টকে বলেছেন, তাঁর নাম স্কোয়াডে রাখতে। কিন্তু খেলবেন কি না, সেটা পরিষ্কার করে কিছু জানাননি। এটাও শোনা গেল, শামির তরফ থেকে সিএবি কিংবা টিম ম‌্যানেজমেন্ট কাউকেই স্পষ্টভাবে কিছু বলেননি। যার ফলে এখনও বোঝা যাচ্ছে না তিনি খেলবেন কি না।

Advertisement

শামিকে ছাড়া অবশ‌্য পুরো টিমই পাচ্ছে বাংলা। অভিমন‌্যু ঈশ্বরণ, আকাশ দীপ ইরানি কাপ খেলে শহরে ফিরছেন। দু’জনকেই এবার প্রথম থেকে পাচ্ছে বাংলা। তবে মুকেশ কুমার উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলবে কি না, সেটা বোঝা যাচ্ছে না। শোনা গেল, মুকেশের চোট সমস‌্যা রয়েছে। যা পুরোপুরি এখনও সারেনি। জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে রয়েছেন মুকেশ। তাঁর পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে। যদিও সিএবি’র তরফ থেকে বলা হচ্ছে, প্রথম ম‌্যাচের আগে আরও সাত-আট দিন সময় রয়েছে। যদি এনসিএ’র তরফ থেকে তাঁকে খেলার জন‌্য এনওসি দিয়ে দেওয়া হয়, তাহলে তিনি খেলবেন।

ঘরের মাঠে উত্তরাখণ্ডের বিরুদ্ধে যে সবুজ উইকেটে নামবে বাংলা, একপ্রকার ঠিক হয়েই গিয়েছে। যদি কোনওভাবে শামি-মুকেশকে নাও পাওয়া যায়, তাতেও খুব একটা সমস‌্যা হবে না। আকাশ রয়েছেন। ঈশান পোড়েল এখন পুরো ফিট। সঙ্গে সূরজ সিন্ধু জয়সওয়াল রয়েছেন। তিন পেসারেই নামবে বাংলা। তবে শাহবাজ আহমেদকে শুরুর কয়েকটা ম‌্যাচে পাওয়া যাবে না। শোনা গেল, এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন শাহবাজ। লখনউ সুপার জায়ান্টসের ফিজিও’র তত্ত্বাবধানে ফিট হওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলার এই অলরাউন্ডার। আশা করা হচ্ছে, নভেম্বরের শুরুতে পুরো ফিট হয়ে যাবেন শাহবাজ। নভেম্বর থেকে সব ম‌্যাচে তিনি খেলতে পারবেন।

সল্টলেকের যাদবপুর ক‌্যাম্পাসের মাঠে এই রনজির প্রস্তুতি চলছে বাংলার। ঠিক ছিল, প্রথম ম‌্যাচের আগে ওড়িশার বিরুদ্ধে তিন দিনের একটা প্রস্তুতি ম‌্যাচ খেলবে বাংলা। যাদবপুর ক‌্যাম্পাসের মাঠেই ওই ম‌্যাচ হবে। কিন্তু টানা বৃষ্টির জন‌্য সেই ম‌্যাচ বাতিল করে দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ