Advertisement
Advertisement

Breaking News

Vijay Hazare

বিফলে ব্যাটার শামির ক্যামিও, বিজয় হাজারেতে হার বাংলার

ঝোড়ো ইনিংস খেলে কি নির্বাচকদের বার্তা দিলেন তারকা পেসার?

Bengal lost final group stage match in Vijay Hazare trophy
Published by: Anwesha Adhikary
  • Posted:January 5, 2025 6:20 pm
  • Updated:January 5, 2025 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল হাতে নয়, ব্যাটে ভেলকি দেখালেন মহম্মদ শামি। কিন্তু শামির দাপট সত্ত্বেও হেরে গেল বাংলা। রবিবার বিজয় হাজারেতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে জিততে পারলেন না সুদীপ ঘরামিরা। যদিও আগেই টুর্নামেন্টের নকআউট পর্বে পৌঁছে গিয়েছিল বাংলা।

রবিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নেমেছিল বাংলা। টসে হেরে ভেঙ্কটেশ আইয়ারদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে হয় সুদীপদের। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অভিষেক পোড়েল। সেখান থেকে সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ৯২ রান তোলেন বঙ্গ অধিনায়ক। ৯৯ রান করে তিনি নিজে আউট হয়ে যান। মাঝের সারির ব্যাটাররা কেউই এদিন রান পাননি। তবে লোয়ার অর্ডারে নেমে শামির কামাল।

৩৪ বলে ৪২ রানের দুরন্ত ইনিংস খেলেন চোট সারিয়ে মাঠে ফেরা পেসার। পাঁচটি বাউন্ডারি আর ১ ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। অষ্টম উইকেটে কৌশিক মাইতির সঙ্গে ৬৪ রানের পার্টনারশিপ গড়েন। সবমিলিয়ে সাত উইকেটে ২৬৯ রান তোলে বাংলা। উল্লেখ্য, চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলের দরজা বন্ধই থেকেছে শামির জন্য। আগামী মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিন ঝোড়ো ইনিংস খেলে কি নির্বাচকদের বার্তা দিলেন তারকা পেসার?

তবে শামির ঝোড়ো ইনিংস ব্যর্থ হয়ে গেল মধ্যপ্রদেশের দাপটে। অধিনায়ক রজত পাটিদার ১৩২ রান করে অপরাজিত থাকেন। তাঁর দাপটেই ২২ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ। এদিন ৮ ওভারে ৪০ রান দিয়ে মাত্র একটি উইকেট পেয়েছেন শামি। ম্যাচ হারায় গ্রুপ শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামা হল না বাংলার। আগামী ৯ জানুয়ারি প্রি-কোয়ার্টারে খেলতে হবে। সেখানে জিততে না পারলে বিজয় হাজারে থেকে বিদায় সুদীপদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement