Advertisement
Advertisement

Breaking News

Bengal pro T-20 League

বেঙ্গল প্রো টি-২০ লিগে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হাওড়া, মেয়েদের খেতাব পেল কলকাতা

ইডেনের আইকনিক বেল বাজিয়ে ম্যাচ শুরু করেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

Bengal pro T-20 League gets two new champions
Published by: Subhajit Mandal
  • Posted:June 29, 2025 10:23 am
  • Updated:June 29, 2025 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন মুর্শিদাবাদ কিংসকে হারিয়ে ছেলেদের বিভাগের চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। অন্যদিকে দুপুরের ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে হারিয়ে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।

শনিবার ইডেনে ফাইনালে ৯ রানে হারায় মুর্শিদাবাদ কিংসকে। প্রথমে ব্যাট করে হাওড়া নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫০ রান। আদিত্য পুরোহিত ৩০ আর অরিন্দম ঘোষ ২৬ রান করেন। দুই উইকেট নেন ঋষভ চৌধুরী। জবাবে মুর্শিদাবাদ ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৪১ রান। তন্ময় প্রামাণিক ৩৩ বলে ৪৮ রান করলেন। তিন উইকেট নিলেন কণিষ্ক শেঠ। দুটো উইকেট সক্ষম শর্মার।

এর আগে দুপুরে মেয়েদের বিভাগের ম্যাচে ব্যাট করতে নামে কলকাতা টাইগার্স। ১৯.৪ ওভারে ১০৪ রান তোলে তারা। অধিনায়ক মিতা পাল করেন ৫১ রান। বল হাতেও ১২ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। ১০৫ রান তাড়া করতে নেমে বিশ্রী শুরু করে সোবিস্কো স্ম্যাশার্স মালদা। ৫.২ ওভারে ২২ রানেই চলে যায় তাঁদের পাঁচ উইকেট। এরপর বৃষ্টি নামায় ম্যাচ শেষ করা যায়নি। ডাকওয়র্থ লুইস নিয়মে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ১৬ রানে জয়ী ঘোষণা করা হয়।

এদিন ইডেনের আইকনিক বেল বাজিয়ে ম্যাচ শুরু করেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেন CAB প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ইডেনে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ছিলেন ঝুলন গোস্বামীও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement