ছবি সিএবি
স্টাফ রিপোর্টার: বুধবার থেকে রনজিতে অভিযান শুরু করতে চলেছে বাংলা। ঘরের মাঠে প্রতিপক্ষ উত্তরাখণ্ড। জয় দিয়ে রনজি শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলা শিবির। প্রথম ম্যাচ থেকেই এবার পুরো পেস শক্তি পেয়ে যাচ্ছে বাংলা। খেলবেন মহম্মদ শামি, আকাশ দীপ আর ঈশান পোড়েলরা। আকাশ ইতিমধ্যেই টিমের সঙ্গে যোগ দিয়েছেন। শামিও সোমবার সকালে শহরে চলে আসছেন। মঙ্গলবার টিমের সঙ্গে প্র্যাকটিসও করবেন।
শামি-আকাশদের নিয়ে তৈরি বাংলা পেস অ্যাটাক এই মুহূর্তে দেশের অন্যতম সেরা। আর তাই উত্তরাখণ্ডের বিরুদ্ধে পুরো সবুজ উইকেট নামছে বাংলা। পিচে ঘাস রয়েছে ঠিকই, তবে গত কয়েক দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে পরের দিকে উইকেট স্লো-ও হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলা টিমের কেউ কেউ বলছিলেন, এবার প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে শেষ কয়েক দিনে ভালোভাবে পিচ রোল করা যায়নি। এই অবস্থায় পরের দিকে উইকেট কিছুটা স্লো-ও হয়ে যেতে পারে। তবে টিমে আকাশ-শামি-ঈশানের মতো পেসাররা রয়েছেন। তাই বাংলার আশা, ম্যাচ জিততে অসুবিধে হওয়ার কথা নয়। টস জিতলে বাংলা যে আগে ফিল্ডিং করবে, সেটাও বলে দেওয়া যায়।
রনজিতে বাংলার নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণ। গত মরশুমে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। তাঁর হাত থেকে নেতৃত্বের ব্যাটন গিয়েছে অভিমন্যুর হাতে। সহ-অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে অভিষেক পোড়েলের নাম। অন্যদিকে, ব্যাটিংয়ে ভরসা জোগাতে অভিমন্যুর সঙ্গে তৈরি অনুষ্টুপ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামির মতো ক্রিকেটাররা। বাংলার হেডকোচ লক্ষ্মীরতন শুক্লা। অন্য কোচ হিসাবে থাকছেন অরূপ ভট্টাচার্য, শিবশংকর পাল। ফিল্ডিং কোচ চরণজিৎ সিং মাথারু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.