সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সমস্যা ভুগিয়েছে তাঁকে। লিডস, লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খেলেছেন জশপ্রীত বুমরাহ। তিন টেস্ট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ১৪। পরিসংখ্যানের নিরিখে পারফরম্যান্স খারাপ হয়তো নয়। কিন্তু সমস্ত টেস্টে খেলেননি বলেই নানান মহল থেকে সমালোচিত হতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতিতে বুমরাহর পাশে দাঁড়ালেন ভুবনেশ্বর কুমার।
ক্রিকেট স্টোরিজ পডকাস্টে মানবেন্দ্রর সঙ্গে আলাপচারিতায় ভুবি বলেন, “বুমরাহ কত বছর ধরে সমস্ত ফরম্যাটে খেলছে, সেটাও বিবেচনা করা দরকার। যে কোনও ক্রিকেটারের পক্ষেই এই ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। ওর মতো বোলিং অ্যাকশনে চোট-আঘাতের সম্ভাবনা বেশি থাকে। তাই পাঁচ টেস্টের মধ্যে তিনটে খেললে তাতে সমস্যার কোনও কারণ দেখছি না আমি।”
বুমরাহর বোলিং অ্যাকশন প্রচলিত ছকের বাইরে। ভুবনেশ্বরের সংযোজন, “যদি কোনও ক্রিকেটার পাঁচ ম্যাচ না খেলে তিনটিতে খেলে বড় অবদান রাখতে পারে, তাহলে সেটা সব সময় গ্রহণযোগ্য। আমার ধারণা, নির্বাচকরা সেটা জানেন। কিন্তু মানুষ তো এটা বুঝতে পারে না যে, এত বছর ধরে বিভিন্ন ফরম্যাটে খেলা কতটা কঠিন।”
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ফাইনালের ঠিক একসপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ বুমরাহ যদি দু’টি ইভেন্টেই খেলেন, তাহলে যে ওয়ার্কলোড নিয়ে এত কথা, সেখানে বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ। সেখানেই প্রশ্ন। বুমরাহকে এশিয়া কাপে খেলানো হবে নাকি টেস্ট সিরিজে? কারণ এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ আছে। এই দু’টো টেস্ট সিরিজে প্রত্যাশিত ফলাফল না হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়বে ভারত। আবার পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ এশিয়া কাপ। ফলে বুমরাহকে নিয়ে বিসিসিআই এখন উভয় সংকটে। এই আবহে বুমরাহর পাশে দাঁড়ালেন ভুবনেশ্বর কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.