Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

‘রান গুরুত্বপূর্ণ, কিন্তু পরিস্থিতিও বুঝতে হবে তরুণদের’, সিরিজ হেরে বললেন বুমরাহ

বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের পাঁচটিতেই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে।

Border Gavaskar Trophy: Jasprit Bumrah wants youngsters to learn from the series

জশপ্রীত বুমরাহ।

Published by: Subhajit Mandal
  • Posted:January 5, 2025 9:51 am
  • Updated:January 5, 2025 9:51 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান গুরুত্বপূর্ণ। তবে শুধু রানের পিছনে ছুটলেই হবে না, বুঝতে হবে পরিস্থিতিও। সিরিজ হেরে তরুণদের টেস্ট ক্রিকেটের মৌলিক ধারণা মনে করালেন জসপ্রীত বুমরাহ।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের পাঁচটিতেই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে বুমরাহর ব্যক্তিগত ক্যারিশমায় ভারত জিতে গেলেও, সব ম্যাচে সেটা হয় না।  আসলে মেলবোর্নের একটি ইনিংস বাদ দিলে প্রায় সব ইনিংসেই ভারতের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ। বিশেষ করে টপ অর্ডার। নিঃসন্দেহে বিরাট কোহলি, রোহিত শর্মারা ব্যর্থ হয়েছেন। কিন্তু যে তরুণদের এই সিরিজে দায়িত্ব নেওয়ার কথা ছিল, সেই শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ঋষভ পন্থরাও একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারেননি।

সবচেয়ে বড় সমস্যা হল, যাঁদের কথা বলা হচ্ছে সেই তরুণরা হয়তো সব ম্যাচেই শুরুটা ভালো করেছেন। কিন্তু সেই ভালো শুরুগুলো কাজে লাগাতে পারেননি। রানের পিছনে ছুটতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। দায়িত্বজ্ঞানহীন ভাবে ভুল সময়ে আউট হয়েছেন। বুমরাহ এদিন প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, আগামী দিনে টেস্টে উন্নতি করতে হলে এভাবে উইকেট ছুঁড়ে দেওয়া বন্ধ করতে হবে। সিডনি টেস্টে ভারতের অধিনায়ক বললেন, “রান করাটা জরুরি। কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি বুঝে নিজেদের খেলা পরিবর্তন করতে হয়। এই সফর থেকে আশা করি আমাদের তরুণরা শিখবে।”

তবে হারলেও এই সিরিজ থেকে শিক্ষা নিতে চান বুমরাহ। ভারত অধিনায়কের কথায়, “আরও বেশি সময় ম্যাচে থাকা, চাপ তৈরি করা এবং চাপ সহ্য করাটাও ভীষণ জরুরি। পরিস্থিতি বুঝে খেলাটা দরকার। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এই শিক্ষাগুলি কাজে লাগবে।” বুমরাহ বললেন, “আমাদের অনেক তরুণের প্রতিভা আছে। অনেক তরুণের ভালো খেলার খিদে আছে। সবাই হতাশ জিততে না পেরে। কিন্তু এই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ