Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

কিশোর পেয়ে কনস্টাসকে ভয় দেখাচ্ছে ভারতীয়রা! অভিযোগ অজি কোচের

ভারতীয়দের সঙ্গে তর্কাতর্কির শুরুটা করেছিলেন ১৯ বছর বয়সি কনস্টাস নিজেই।

Border Gavaskar Trophy: McDonald accuses India of 'intimidating' Sam Konstas
Published by: Subhajit Mandal
  • Posted:January 4, 2025 7:41 pm
  • Updated:January 4, 2025 7:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের তেতো ওষুধের স্বাদ নিজেরা পেতেই ‘ভিকটিম কার্ড’ খেলা শুরু করল অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অভিযোগ করলেন, কিশোর বয়সি স্যাম কনস্টাসকে মাঠে ভয় দেখানোর চেষ্টা করছে ভারতীয়রা। বিশেষ করে প্রথম দিনের শেষে বুমরাহ যেভাবে খোয়াজাকে আউট করার পর কনস্টাসের দিকে তেড়ে গিয়েছেন, সেটা একেবারেই পছন্দ হয়নি অজি কোচের।

Advertisement

শনিবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “কাল যেভাবে ভারত খোয়াজার উইকেটটা পাওয়ার পর উচ্ছ্বাস করল, সেটা ভীতির সঞ্চার করার মতো। ভারতীয়রা কিশোর কনস্টাসকে ভয় দেখানোর চেষ্টা করছে। ম্যাচ শেষে আমি ওঁর সঙ্গে কথা বলেছি। জানতে চেয়েছি, সব ঠিক আছে কিনা।” অজি কোচ মেনে নিচ্ছেন, ভারতীয় ক্রিকেটাররা যা করেছে সেটা হয়তো নিয়ম বহির্ভূত নয়। কিন্তু ওভাবে নন স্ট্রাইকারকে ভয় দেখানোটা ঠিক নয়। ম্যাকডোনাল্ডের কথায়, আমাদেরই এই ক্রিকেটারদের যত্ন নিতে হবে। তবে ভারতীয়রা যেটা করছে সেতা শাস্তিযোগ্য কিনা বিচারের ভার আইসিসি, ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের। তাঁরা যদি বলেন এটা কোনও শাস্তিযোগ্য ব্যাপার নয়, তাহলে আমরাও ধরে নেব, এভাবেই খেলাটা এগোবে।”

অথচ ভারতীয়দের সঙ্গে তর্কাতর্কির শুরুটা করেছিলেন ১৯ বছর বয়সি কনস্টাস নিজেই। সিডনি টেস্টের প্রথম দিনে বুমরাহর সঙ্গে ঝামেলা পাকিয়েছিলেন তিনি। বুমরাহর মতো সিনিয়র বোলারের যে সম্মান প্রাপ্য, সেটা দেননি অজি তরুণতুর্কি। তারপর আবার জড়ান কোহলির সঙ্গে। তারপরও লাগাতার ভারতীয় ব্যাটারদের স্লেজ করে গিয়েছেন। সাংবাদিক বৈঠকে এসেও একের পর এক টিপ্পনি কেটেছেন তিনি। সমস্যা হল ইট মারলে পাটকেল খেতে হয়। সেটা খেতে হয়েছে কনস্টাসকেও।

শুক্রবার সিডনি টেস্টের প্রথম দিনও বুমরাহকে উত্যক্ত করার চেষ্টা করেন স্যাম। পালটা খোয়াজার উইকেট পাওয়ার পর ওই কিশোর ব্যাটারের দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান ভারত অধিনায়ক। আবার শনিবারও যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা স্লেজ করেছেন কিশোর কনস্টাসকে। তাই নিয়েই আপত্তি অজি কোচের। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন, ভারতীয়রা ওই কিশোর ব্যাটারকে ভয় দেখানোর চেষ্টা করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ