Advertisement
Advertisement
Shubman Gill

দুই প্রাক্তনই পরামর্শ দিয়েছেন! প্রথম টেস্টের আগে বললেন শুভমান

দুই পূর্বসূরিকে নিয়ে আর কী বললেন গিল?

Both the former players gave advice! Shubman Gill said before the first Test
Published by: Prasenjit Dutta
  • Posted:June 20, 2025 12:15 pm
  • Updated:June 20, 2025 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের দুই মহারথী। দু’জনেই ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় প্রায় তরুণ একটা দল নিয়ে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই কারণে নতুন অধিনায়ক হিসেবে তাঁকে যে বাড়তি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, তা ভালোই বুঝেছেন শুভমান গিল। সেই চাপ কীভাবে সামলাবেন তিনি?

ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে ভারতের টেস্ট অধিনায়ক বলেন, “আইপিএল চলাকালীন দু’জনের সঙ্গেই দেখা করেছিলাম। ওরা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হতে পারে আমাদের, সেই অভিজ্ঞতার কথা ভাগ করেছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে যে সিরিজ খেলেছিলাম, সেখানে বেশ কিছু মূল ক্রিকেটার ছিল না। সিরিজের ফলাফল ছিল ৪-১। সেই কারণে ওই সিরিজে যেভাবে খেলেছিলাম, এই সিরিজেও তেমন ইতিবাচক পরিকল্পনা নিয়েই নামব।”

শুভমানের সংযোজন, “২০ উইকেট তুলতে পারা সবার আগে জরুরি। নাহলে যত রানই করি না কেন, টেস্ট জেতা কঠিন। এটা নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। সেই কারণেই দলে বেশ কয়েকজন বিশেষজ্ঞ ব্যাটারের পাশে একজন বোলিং অলরাউন্ডার এবং তিন-চারজন প্রথম সারির বোলারকে দেখা যেতে পারে।”

এখনও পর্যন্ত ৩২টি টেস্টে ১,৮৯৩ রান করেছেন শুভমান গিল। এর মধ্যে ছ’টি সেঞ্চুরি থাকলেও গড় ৩৫-এর কম। SENA দেশের হয়ে রেকর্ডও খারাপ। এই দেশগুলির বিরুদ্ধে ১১টি টেস্টে তাঁর গড় মাত্র ২৫.৭০। এর মধ্যে মাত্র দু’টি অর্ধশতক। দু’টিই অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডে তিনটি টেস্টে মাত্র ৮৮ রান করেছেন শুভমান। গড় মাত্র ১৪.৬৬। এখন দেখার পুরনো পরিসংখ্যানকে দূরে সরিয়ে ইংল্যান্ডে কতটা সফল হয় টিম ইন্ডিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement