Advertisement
Advertisement
Brian Lara

‘চেজরা কি আদৌ দেশের জার্সিতে খেলতে চায়?’, ওয়েস্ট ইন্ডিজ টিমকে আক্রমণ লারার

দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতলে, সেটাই 'অত্যাশ্চর্য' হবে বলে মনে করেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

Brian Lara criticized West Indies team

মুম্বইয়ে এক অনুষ্ঠানে সঞ্জু স্যামসনের সঙ্গে ব্রায়ান লারা।

Published by: Prasenjit Dutta
  • Posted:October 8, 2025 4:28 pm
  • Updated:October 8, 2025 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধুনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মূর্তিমান পরিহাসে পরিণত হয়েছে। নিজেদের অতীত গরিমাকে পূর্ণ বিসর্জন দিয়ে। এই মুহূর্তে দু’টেস্টের সিরিজ খেলতে ভারতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদে প্রথম টেস্ট তিন দিনও পেরোয়নি। তার মধ্যেই ইনিংসে টেস্ট হেরেছেন রস্টন চেজরা। নয়াদিল্লিতে ১০ অক্টোবর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতলে, সেটাই অত্যাশ্চর্য হবে। অন্তত ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার কথাবার্তা শুনে মনে হবে না, তিনি কোনও আশার আলো দেখছেন।

Advertisement

“আমি ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক রস্টন চেজ-সহ বাকিদের প্রশ্ন করতে চাই, আদৌ তোমাদের হৃদয়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে তো? তোমরা কি সত্যিই ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চাও? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমাদের খেলার ইচ্ছে থাকে, তা হলে ম্যাচ জেতার কোনও না কোনও রাস্তা ঠিক বেরিয়ে যাবে। তোমরা নিজেরাই বের করে ফেলবে,” মঙ্গলবার এক অনুষ্ঠানে চাঁচাছোলা ভাবে বলে দিয়েছেন লারা। যিনি বর্তমান ক্যারিবিয়ান ক্রিকেটারদের কোনও রকম ওজর-আপত্তি শুনতেই চান না।

“আজ থেকে তিরিশ-চল্লিশ বছর আগে আমাদের দেশে ভালো ক্রিকেটীয় পরিকাঠামো ছিল না। ভিভ রিচার্ডস ভালো মাঠ পেতেন না প্র্যাকটিস করার জন্য। তাই বলে কি উনি গোটা দুনিয়া শাসন করেননি? খেলাটা আজ যা রয়েছে, আগেও তাই ছিল। আগেও পরিশ্রম করতে হত, আজও করতে হয়। তফাত হচ্ছে, প্যাশনে। আবেগে। তখন আমাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার আবেগটা আলাদা রকম ছিল,” সঙ্গে জুড়ে দিয়েছেন লারা।

আহমেদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতে কোনও দর্শকই আসেননি বলতে গেলে। প্রায় ফাঁকা মাঠে খেলা হয়েছে। ‘ক্যারিবিয়ান প্রিন্স’ সাফ বলে দিচ্ছেন, টেস্ট ক্রিকেটের ‘বিগ থ্রি’-র বাইরে বাকিদের খেলায় দর্শককে মাঠে টেনে আনা, বর্তমানে সত্যি দুঃসাধ্য। চ্যালেঞ্জিং। “ভারত যখন ইংল্যান্ডের বিরুদ্ধে খেলে, কিংবা যখন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বা অ্যাশেজ হয়, তখন খেলা দেখলে মনে হয়, টেস্ট ক্রিকেটের চেয়ে পৃথিবীতে ভালো আর কিছু হয় না। মাঠ গমগম করে। আমি নিজেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে মাঠে ছিলাম। দেখেছি, লোকে কী উৎসাহ নিয়ে খেলা দেখছে। কিন্তু ক্রিকেটবিশ্বের দুর্বল দেশ বা যারা ভালো করছে না, তাদের খেলা হলে, লোককে মাঠে টেনে আনা এখন সত্যি কঠিন হয়ে যাচ্ছে। তবে কী জানেন, হাল ছেড়ে দিলে চলবে না। তাতে আমি বিশ্বাসী নই। সমস্যা নিয়ে না পড়ে থেকে, সমস্যার সমাধান খুঁজতে আমি বেশি আগ্রহী,” বলে দিয়েছেন লারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ