ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতের গর্ব এখন ভূপতিত। ক্রিকেট দুনিয়ায় ওয়েস্ট ইন্ডিজ আর দৈত্য নয়, বরং অতি সাধারণ মানের টিম। কিন্তু ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ফলো অন খেয়েও যেভাবে পালটা লড়াই করেছে ক্যারিবিয়ান ব্রিগেড, তাতে মুগ্ধ ব্রায়ান লারা। উত্তরসূরিদের খোলা চিঠি লিখে তাঁর বার্তা, আর্থিক সংকট এবং অন্যান্য সমস্যা সত্ত্বেও গোটা টিম যেভাবে খেলছে, সেটা অত্যন্ত গর্বের বিষয়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫১৮ রান তোলেন শুভমান গিলরা। জবাবে ২৪৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ইনিংস। সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপ-জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবীয় ব্রিগেড। জয়ের জন্য ভারতকে ১২১ রানের টার্গেটও দেন রস্টন চেজরা। দিল্লির মাঠে বসে এই ম্যাচ দেখেছেন লারা। তার পরেই গোটা টিমকে বাহবা জানিয়ে খোলা চিঠি লিখেছেন সোশাল মিডিয়ায়।
লারা বলেন, “আমি জানি এখন প্রচুর সমস্যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হয়। ব্যাপক আর্থিক সমস্যা রয়েছে। কষ্ট করে দেশের জার্সিতে খেলতে হয়। কিন্তু আমাদের ক্রিকেটাররা তার মধ্যেও দেখিয়ে দিচ্ছে, আমরা যদি লড়াই চালিয়ে যাই, নিজেদের প্রতি বিশ্বাস রাখি তাহলে এই অন্ধকার সুড়ঙ্গের শেষে আলোর দিশা মিলবেই। আমাদের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে বুঝেছি, ওরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে থাকতে চাইছে না। ওরা এই অবস্থা থেকে বেরনোর পথ খুঁজতে চায়।”
ক্রিকেটারদের ভূয়সী প্রশংসার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন লারা। তাঁর মতে, বর্তমান ক্যারিবীয় ক্রিকেটারদের যথাযথ পথপ্রদর্শক নেই। তাই ক্যারিবিয়ান কিংবদন্তিদের কাউকে বর্তমান টিমের সঙ্গে যুক্ত করা দরকার। দলের সঙ্গে তাঁকে সর্বক্ষণ থাকতে হবে না। কিন্তু ক্রিকেটাররা যখন মানসিকভাবে সমস্যায় পড়বেন তখন যেন ওই কিংবদন্তির সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে পারেন। লারার মতে, বর্তমান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস ফেরানোটা খুবই জরুরি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.