Advertisement
Advertisement
IND VS ENG

ফিরেই পঞ্চবাণে রেকর্ড বুমরাহর, ইংল্যান্ডকে ৪০০-র নিচে বেঁধে ফেলল টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের ইনিংস শেষ হল ৩৮৭ রানে। 

Bumrah returns to record form, Team India restricts England to below 400

ছবি দেবাশিস সেন

Published by: Prasenjit Dutta
  • Posted:July 11, 2025 6:55 pm
  • Updated:July 11, 2025 10:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডসে প্রথম টেস্টে তিনি ছিলেন অনবদ্য। এজবাস্টনের দ্বিতীয় টেস্টে বিশ্রামে ছিলেন টিম ইন্ডিয়ার এই ‘বোলিং ফিগারহেড’। লর্ডসে তৃতীয় টেস্টে ফিরেই পাঁচ ইংরেজ ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে নয়া নজির গড়লেন জশপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের ইনিংস শেষ হল ৩৮৭ রানে। 

Advertisement

২৫১ রানে ৪ উইকেটে নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। এদিন সেঞ্চুরি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না তাঁকে। দ্বিতীয় দিনের প্রথম বলেই সেই অপেক্ষার অবসান হল। জশপ্রীত বুমরাহর বল গালি দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে টেস্টে ৩৭তম সেঞ্চুরি করে ফেললেন জো রুট। সেই সঙ্গে ভেঙে দিলেন একাধিক রেকর্ড। ১৯২ বলে শতরান হাঁকালেন তিনি। ৪৪ রানে ২ উইকেটে ক্রিজে এসে বেন স্টোকসের সঙ্গে ইংল্যান্ডের ইনিংসকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার মূল কাণ্ডারি তিনিই। শেষ পর্যন্ত বুমরাহর বলে আউট হন ১০৪ রানে। 

রুটের আগে অবশ্য আউট হন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ব্যক্তিগত ৪৪ রানে জশপ্রীত বুমরাহর বলে বোল্ড হন তিনি। প্রথম দিনের শেষে অপরাজিত দুই ব্যাটার সাতসকালে সাজঘরে ফেরায় নামেন জেমি স্মিথ। নিজের ৫ রানের মাথায় মহম্মদ সিরাজের বলে আউট হয়ে যেতে পারতেন তিনি। স্লিপে দাঁড়ানো কেএল রাহুল সহজ সুযোগ হাতছাড়া করেন। সেই স্মিথ ৫৬ বলে ৫১ রানের উপযোগী ইনিংস খেললেন। তিনি যখন আউট হলেন, তখন ইংল্যান্ডের রান ৮ উইকেটে ৩৫৫। 

এরপর চার বছর পর টেস্ট খেলতে নামা জোফ্রা আর্চারকে আউট করার সঙ্গে সঙ্গে পাঁচ উইকেট নিয়ে নজির গড়েন বুমরাহ। এই নিয়ে ১৫ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১৩টিই দেশের বাইরে। যার ফলে তিনি টপকে গেলেন পূর্বজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। তাছাড়াও তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারি হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। SENA দেশগুলিতে আক্রমের উইকেট সংখ্যা ১৫১টি। 

শেষের দিকে চালিয়ে খেলে ব্রাইডন কার্স করে ৫৬ রান। তাঁকে আউট করেন সিরাজ। বুমরাহর ৫ উইকেট ছাড়া ২টি করে উইকেট পান সিরাজ এবং নীতীশ রেড্ডি। ১টি উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement