ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র ১২ দিন। তারপরেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত-ইংল্যান্ড। তবে এই মেগা সিরিজের আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলি লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁদের ছাড়াই খেলতে হবে টিম ইন্ডিয়াকে। রোহিত-বিরাটের না থাকায় কতটা প্রভাবিত হবে ভারতীয় দল, তা সময়ই বলবে। তবে ইংরেজ অলরাউন্ডার ক্রিস ওকস মনে করছেন, রোহিত ও বিরাটের না থাকাটা খুবই দুঃখজনক।
ক্রিকেট মহলের ধারণা, এই দুই অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকইনফোকে ইংরেজ অলরাউন্ডার বলেন, “কোনও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সব সময়েই চ্যালেঞ্জিং। আসন্ন সিরিজ খুবই কঠিন হতে চলেছে। বিরাট এবং রোহিতের বিরুদ্ধে খেলাটা স্পেশাল। ওদের না থাকাটা খুবই দুঃখজনক।”
যদিও ওকস মনে করেন রোহিত-বিরাটের জায়গা পূরণ করার মতো গভীরতা এই ভারতীয় দলের রয়েছে। ৩৬ বছর বয়সি এই ক্রিকেটারের কথায়, “ভারতীয় ক্রিকেটের গভীরতা খুবই বেশি। তাই যে ক্রিকেটাররা আসবে তারা খুবই উচ্চমানের হবে বলেই ধারণা। ওরা কোনও না কোনওভাবে নিজেদের প্রমাণ করেছে।”
উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। এই সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হবে শুভমান গিলের। সহ-অধিনায়কত্ব সামলাবেন ঋষভ পন্থ। এর আগের ইংল্যান্ড সফরে সিরিজ অমীমাংসিত রেখে এসেছিল টিম ইন্ডিয়া। সিরিজের ফলাফল ছিল ২-২।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.