সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। জানা যাচ্ছে, সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক কনফারেন্সে চ্যাম্পিয়ন্স লিগকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। কিন্তু তাতে দুটো সমস্যা। প্রথমটা আইপিএল কেন্দ্রিক, দ্বিতীয়ত টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।
জানা যাচ্ছে, আগামী বছরের সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট ফের শুরু হতে পারে। সৌদি আরবে বসতে পারে ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টের আসর। তবে আর্থিক পরিকাঠামো নিয়ে আলোচনা এখনও বাকি আছে। ২০০৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন হয়েছিল। তবে ২০১৪-এ এই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়। সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স দু’বার এই ট্রফি জিতেছে।
তবে এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে দুটি সমস্যা আছে। এর আগে সারা বিশ্বজুড়ে এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হত না। আরও সমস্যার বিষয়, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর অধীনে বিভিন্ন দেশে দল রয়েছে। ফলে কার্যত একই মালিকানার দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে অনেকে বিভিন্ন দলে খেলে। তারা কীভাবে এই টুর্নামেন্টে খেলবে সেটাও একটা প্রশ্ন। যেমন টিম ডেভিড আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেনে খেলেন।
সমস্যা এখানেই শেষ নয়। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে একাধিক প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু ২০২৬-র সেপ্টেম্বরে যদি চ্যাম্পিয়ন্স লিগ হয়, তাহলে টেস্ট ক্রিকেটের সূচিতে কাটছাঁট হতে পারে। সেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের পরিস্থিতি কী দাঁড়ায়, তার উপর অনেক কিছু নির্ভর করবে। আইসিসির নতুন সিইও সংযোগ গুপ্ত বলেন, “অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়।” সেক্ষেত্রে আইসিসির রোডম্যাপ কী হয়, সেদিকে নজর থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.