ছবি: পাকিস্তান ক্রিকেট বোর্ড
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় মহারণে অনেক কিছুই বাজি রাখতে হচ্ছে পাকিস্তানকে। একে তো চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে লড়াই। তাছাড়া এই ম্যাচ হারলে কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ঘণ্টা বেজে যাবে আয়োজক দেশেরই। আর সেই যুদ্ধে তারা নামছে বিধ্বস্ত হয়ে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য শেষ পর্যন্ত বাবর-রিজওয়ানরা দ্বারস্থ হলেন ‘বিশেষ কোচে’র।
তিনি পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার মুদাসসার নজর। বাবরদের অনুশীলনে তাঁকে পরামর্শ দিতে দেখা যায়। কিন্তু কেন তাঁর দিকেই নজর পড়ল পাকিস্তানের? কারণ ৬৮ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার আরব আমিরশাহী দলের কিছুদিন অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন। দুবাইয়ের পিচ ও পরিবেশ সম্পর্কে জানেন। অবশ্য পাকিস্তানের বর্তমান কোচ আকিব জাভেদও দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরশাহীর কোচ ছিলেন। কিন্তু বিপদকালে ‘নতুন কোচে’র শরণাপন্ন হতে হচ্ছে তাদের।
এমনিতে আয়োজক দেশ হলেও এই ম্যাচের জন্য পাকিস্তানকে দুবাইয়ে উড়ে আসতে হয়েছে। সেটা আবার বাড়তি পরিশ্রম। অবশ্য এখান থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন পাক বোলার হ্যারিস রউফ। রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলছেন, “আমরা ভারতকে দুবার দুবাইয়ে হারিয়েছি। এবার সেটা তিনবার হবে। আমরা আত্মবিশ্বাসী।” তবে নিউজিল্যান্ডের কাছে হারের পর তাঁদের শরীরী ভাষা সেরকম মনে হচ্ছে কি? রউফ যদিও বলছেন, “যা অতীত, তা অতীত। আমরা ওসব ভুলে ভারতের দিকে তাকাচ্ছি। ওই ভুল আর করতে চাই না।”
সেই ‘ভুল শোধরাতে’ নিজেদের কঠোর প্র্যাকটিসে ডুবিয়ে রাখলেন বাবররা। যখন তাঁরা অনুশীলনে ঢুকছেন, তখন বাইরে অনেক ভক্তই অপেক্ষা করছিলেন। তাঁদের দিকে সেভাবে নজরই দিলেন না পাক ক্রিকেটাররা। শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই ফিরে গেলেন সমর্থকরা। রবিবারের ম্যাচেও কি সেই হতাশা সঙ্গে নিয়েই ফিরতে হবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.