Advertisement
Advertisement
Ravindra Jadeja

‘বিশ্বের অন্যতম সেরা…’, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে কার প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গম্ভীরের তুরুপের তাস হবেন এই ক্রিকেটার?

Champions Trophy 2025: Gautam Gambhir says Indian dressing room knows value of underrated Ravindra Jadeja
Published by: Arpan Das
  • Posted:March 8, 2025 1:09 pm
  • Updated:March 8, 2025 1:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেখানে টিম ইন্ডিয়ার হাতে অনেকগুলো তুরুপের তাস। যদিও ফাইনালের আগে কোচ গৌতম গম্ভীরের মুখে শোনা গেল রবীন্দ্র জাদেজার প্রশংসা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির চার ম্যাচে চার উইকেট তুলেছেন জাদেজা। গড় ৩৮.৩৫। তবে ব্যাট হাতে সেরকম ঝড় তুলতে পারেননি। করেছেন মাত্র ১৮ রান। কিন্তু শুধু তথ্য-পরিসংখ্যান দিয়ে জাদেজার গুরুত্ব বিচার করতে রাজি নন গম্ভীর। বরং ভারতীয় ক্রিকেটের জন্য জাড্ডু যা করেছেন, তার জন্য প্রশংসায় পঞ্চমুখ ভারতের কোচ। আর সেটা নিয়ে সেরকম আলোচনা হয় না বলে আক্ষেপ গম্ভীরের।

সম্প্রতি আইসিসি-র পোস্ট করা একটি ভিডিওয় গম্ভীর বলছেন, “আমার সব সময় মনে হয়েছে জাদেজা সেভাবে প্রচারের আলোয় আসে না। ওর সাফল্যের কথা খুব বেশি আলোচিত হয় না। কিন্তু ভারতীয় ক্রিকেটে ওর অবদান কতটা গুরুত্বপূর্ণ। সেটা টেস্ট হোক, টি-টোয়েন্টি হোক বা ৫০ ওভারের ফরম্যাট। আমার মতে ভারতীয় ক্রিকেটের জন্য জাদেজা খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। শুধু ব্যাট বা বল হাতে নয়, ফিল্ডার হিসেবেও ওর কৃতিত্ব আকর্ষণীয়।”

২০০৯ সালে জাতীয় দলে অভিষেক হয় জাদেজার। ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ের ফাইনালের সেরা হয়েছিলেন তিনি। এবারও কি সেটারই প্রত্যাবর্তন হবে? গম্ভীর শুধু মাঠে জাদেজা কী করছেন তার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন ড্রেসিংরুমে ভারতীয় অলরাউন্ডারের ভূমিকাকে। তাঁর মতে, “আমার মতে জাদেজা বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। আমরা ড্রেসিংরুমে জানি ওর গুরুত্ব কতটা। মাঠে গিয়ে কী করছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ড্রেসিংরুমে ওর অবদান কত বেশি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ