ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সব ম্যাচ ভারত যে মাঠে খেলবে, সেই দুবাই আক্ষরিক অর্থেই ভারতের জন্য ‘পয়া’। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে এই দুবাইয়ে টিম ইন্ডিয়ার অতীত রেকর্ড রীতিমতো ঈর্ষনীয়। এখনও ৫০ ওভারের ক্রিকেটে সেখানে ভারতকে হারতে হয়নি।
পরিসংখ্যান বলছে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ পর্যন্ত মোট ৬টি ওয়ানডে ম্যাচে খেলেছে ভারত। এর মধ্যে পাঁচটিই জিতেছে টিম ইন্ডিয়া। আর একটি ম্যাচ টাই হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে দুবাইয়ের এই মাঠে ভারত ১৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় ১০টি। হার মাত্র ৪টি। একটি টাই। অর্থাৎ দুবাইয়ে ভারতের রেকর্ড বেশ ঈর্ষনীয়।
দুবাইয়ে টিম ইন্ডিয়া:
ওয়ানডে
ম্যাচ ৬
জয় ৫
হার ০
টাই ১
সব মিলিয়ে
ম্যাচ ১৫
জয় ১০
হার ৪
টাই ১
এ হেন পয়া ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সবকটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বাংলাদেশ তো বটেই প্রতিযোগিতার আয়োজক দেশ পাকিস্তানকেও ভারতের বিরুদ্ধে খেলতে আসতে হবে দুবাইয়ে। যা নিয়ে আবার কানাঘুষো শুরু হয়েছে ওপার বাংলার সংবাদমাধ্যমে। বাংলাদেশ সংবাদমাধ্যমের একাংশের বক্তব্য, টিম ইন্ডিয়া নাকি বাড়তি সুবিধা পাচ্ছে। একে তো দুবাইয়ের পরিস্থিতি ভারতের জন্য মানানসই। তার উপরে আবার নিয়মিত দুবাই স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাচ্ছে টিম ইন্ডিয়া। তবে পালটা যুক্তিও রয়েছে। এই মেগা টুর্নামেন্টের স্টেকহোল্ডারদের মতামত অনুসারেই সূচি তৈরি হয়েছে। সকলেই জানত ভারত দুবাইয়েই সব ম্যাচ খেলবে, অভিযোগ জানানোর হলে সে সময়ই জানানো যেত। সেসব না করে শেষ মুহূর্তে জলঘোলা করার চেষ্টা করা হচ্ছে কেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.