Advertisement
Advertisement
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে প্রত্যাবর্তন বিতর্কিত ‘নায়কে’র, দল ঘোষণা অস্ট্রেলিয়ারও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সের চোট নিয়ে উদ্বেগ রয়েছে। একই পরিস্থিতি পাকিস্তানের সাইম আয়ুবের।

Champions Trophy 2025: Pakistan and Australia announces preliminary squad

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:January 13, 2025 12:56 pm
  • Updated:January 13, 2025 12:56 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। তার প্রাথমিক দল জানিয়ে দিল পাকিস্তান। ১৮ জনের যে দল ঘোষণা করা হয়েছে তার নেতৃত্বে মহম্মদ রিজওয়ান। দলে প্রত্যাবর্তন ঘটেছে বিতর্কিত ‘নায়ক’-এর। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল জানাল অস্ট্রেলিয়া। নেতৃত্বে প্যাট কামিন্স থাকলেও তাঁর চোট নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

Advertisement

আয়োজক দেশ পাকিস্তানের ১৮ জনের যে দল জানা গিয়েছে, তাতে সবচেয়ে বড় চমক ইমাম উল হক ও ফখর জামান। দুজনেই শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩-র শেষের দিকে। দুজনেই যথেষ্ট অভিজ্ঞ। সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এঁদের মধ্যে ফখর জামান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে নায়ক হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে অধিনায়কত্ব বিতর্কে বাবর আজমের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ফখর। প্রাথমিক দলে রাখা হয়নি সদ্য চোট পাওয়া সাইম আয়ুবকে। তবে ফিট হলে ১৫ জনের দলে ঢুকে পড়তে পারেন তিনি। পাকিস্তানের প্রথম ম্যাচ করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াও। প্যাট কামিন্সদের দলে অবশ্য বড়সড় চমক নেই। চোট পাওয়া ক্যামেরন গ্রিন ও শন অ্যাবট দলে নেই। সেই জায়গায় এসেছেন অ্যারন হার্ডি ও ম্যাট শর্ট। অন্তর্ভুক্তি ঘটেছে পেসার নেথান এলিসের। তবে প্যাট কামিন্স পুরোপুরি ফিট নন। পিতৃত্বকালীন ছুটির জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবেন না। তার সঙ্গে গোড়ালির চোট রয়েছে। সেটা চিন্তায় রাখবে অজিদের। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হবে।

পাকিস্তান দল: মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, তাইয়াব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সলমন আলি আঘা, ইমাম উল হক, ফখর জামান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জস হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জস ইংলিশ, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ