সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নামটাই যেন আয়োজক পাকিস্তানের কাছে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের আয়োজন নিয়ে মাসের পর মাস চলেছে টানাপোড়েন। শেষমেশ হাইব্রিড মডেল মেনে নিয়ে যখন টুর্নামেন্টে মাঠে বল গড়াল, তখন প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়লেন মহম্মদ রিজওয়ানরা। আর এবার গোদের উপর বিষফোঁড়ার মতো আইসিসির শাস্তির মুখে পড়তে হল তাঁদের।
কী এমন করল পাকিস্তান? আসলে উদ্বোধনী ম্যাচেই স্লো ওভার রেটের জন্য খেসারত দিতে হল বাবর আজমদের। ইনিংস শেষ করতে দেরি করায় ম্য়াচ ফির পাঁচ শতাংশ কাটা হয়েছে পাকিস্তানের। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আরও এক ওভার বল করে পাকিস্তান। তাই ম্যাচ ফির পাঁচ শতাংশ কাটা হয়েছে।” আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের সদস্য অ্যান্ডি পাইক্রফ্ট জানান, আইসিসির কোড অফ কনডাক্টের ২.২২ আর্টিক্যালের নিয়ম লঙ্ঘন করেছে পাক দল। পাক অধিনায়ক রিজওয়ান এই পেনাল্টি স্বীকারও করে নেন।
Pakistan sanctioned after the opener against New Zealand.
Details ⬇️
— ICC (@ICC)
বুধবার করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাস্ত হয় পাকিস্তান। ৩২০ রান তাড়া করতে নেমে ২৬০ রানেই শেষ হয়ে যায় বাবরদের ইনিংস। হারের পর আবার পাক শিবির বড় ধাক্কা খায় ফখর জামানের খবরে। হাঁটুতে চোট পাওয়ায় গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন পাক ওপেনার। তাঁর পরিবর্তে দলে যোগ দিয়েছেন ইমাম-উল-হক। অর্থাৎ রবিবার ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ লড়াইয়ের আগে নতুন করে দল সাজাতে হবে রিজওয়ানকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.